পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ব্রিজ অথবা গৌরী-সেতু ©ፃ গৌরী-সেতু হলো শেষ বিশেষ জানিয়া । হরষে সকলে ময়ে আবাসে চলিয়া । ঢাকায় চলিয়া গেল ঢাকাই বাঙ্গল । শিলটে শিলট যায় বাধিয় জাঞ্জলি । বাবুগণ বিবি লয়ে হইলেন পার । সঙ্গে করি লইলেন যার যার তার । ক্রমে ক্রমে সব গেল কিছু রহিল না । দুদিনে ভাঙ্গিল ঘর কিছু থাকিল ন! । কেবল রহিল হজ সেতুর রক্ষক । রক্ষক বলিছে কিন্তু নামেতে দশক । অকস্মাৎ একদিন সেতু-দরশনে । গিয়ে প্রাণ গেল তার গৌরীর জীবনে । সেতু পরি চড়ি জল মাপিছে যখন । অমনি গেীরীর গর্ভে হইল পতন । আর কি উঠিতে পারে গৌরী-গর্ভ হতে । হজের হরিল প্রাণ দেখিতে দেখিতে ॥ কান্দিছে হজের মেম করি হায় হয় । সেম্সেম্ ও গোরাই যাব রে কোথায় ॥ হায় কটি ছেলেমেয়ে অপোগণ্ড দল । কোথা যাবে কি খাইবে ও গোরাই বল ॥ হজ মল হেজ এলে কিছুদিন তরে । অঙ্গনা লইয়ে রঙ্গে কত মজা করে । হইল না চির-সুখী তাহার কপাল । ইয়ং হইল কৰ্ত্ত নন্দের গোপাল । ধন্ত রে লেসলী তোর ধন্য বুদ্ধিবল । বাধিলে গৌরীতে সেতু ধন্য রে কৌশল a