পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ প্রস্তাবনা ( স্বত্রধারের প্রবেশ ) স্বত্র—{ পদচারণ করিতে করিতে ) হা ধৰ্ম্ম ! তোমার ধৰ্ম্ম লুকালো ভারতে ; জমীদার-অত্যাচারে ডুবিল কলঙ্কে ! পাতকীর কৰ্ম্মদোষে হলে পাপভাগ, পাপীরা ধনের মদে ন মানে তোমায় না মানে যেমন বাধ স্রে তস্বতী নদী, দ্রুতবেগে চলে যায়, ভাঙ্গিয়া দুকুল । রাজ-প্রতিনিধিরূপী মধ্যবৰ্ত্তী সম, জমিদার ! রাজরূপে পালক প্রজার সৰ্ব্বনর-ধনপ্রাণমান-রক্ষাকাবী । সেই হেতু রাজবিধি দিয়াছে পদবী ! ববি যথা নিজ রশ্মি বিতরি শশীবে কবেন শীতল কবে ভুবন শীতল, সে পদবী হীন পদে শোষিছে মেদিনী, শোষে যথা চৈত্র মাসে খর প্রভাকর নদনদী জলাশয় খরতর কবে । কি কুদিনে আজি আমি প্রবেশি এ দেশে, স্মরিয়া বিদরে বুক নিকলে নিশ্বাসে– ঘন শ্বাসে দহে প্রাণ জলস্ত আগুন, তুষানলে জলে তথা ঢাকা হুতাশন— ধিক্ ধিক গুমে গুমে না হয় প্রকাশ— সেইরূপ দহিতেছে আমার অস্তর। { নটের প্রবেশ ] নট-একা এক পাগলের মত কি বলছেন ? স্বত্র—কেন ? অন্যায় কি বলেছি, সত্য বলতে ভয় কি ?