পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ 8 Y স্বত্ৰ—যেমন হিন্দু আর মুসলমান । নট—ঠিক বলেছেন। ঐ দলের এক জানওয়ার যে কি কুকা গু করেছিল, সে কথা এখনও মনে হলে পিলে চমকে ওঠে—এখনও চক্ষে জল এসে পড়ে । উঃ, কি ভয়ানক ! সূত্র –এখন পথে এস । আমিও তাই বলছি । নট—যাক, ও সকল কথা বলে আর কাজ নাই, কি জানি— স্বত্র-কেন বলব না ? আপনি তো বলেছিলেন, যদি কোন দিন ভগবান দিন দেন, তবে মনেব কখ! বলবো। আজ আমাদের সেই শুভ দিন হয়েছে ! নট—কি করে ? সূত্র—একবার ওদিকে চেয়ে দেখুন না ! নট—(চতুৰ্দ্দিকে দৃষ্টি করিয়া ) তবে আমাদের আজ পবম ভাগ্য । সূত্র –আব বিলম্বে কাজ নাই । আমাদের চির-মনোসাধ আজ পূর্ণ করবো f যত কথা মনে আছে সকলি বলবো ! এমন দিন আর হবে না। কপালে যা থাকে জানওয়ারদের এক দলেব নকশা এই রঙ্গভূমিতে উপস্থিত কবতেই হবে ! নট—তাই তো ভাবছি, কোন নকশা অবিকল কে তুলেছে সেইটি ভাল করে বেছে নিতে হবে । স্থত্র আপনি শুনেন নাই ‘জমীদার-দপণ’ নাটক যে নকশাটি একেছে, তার কিছুই সাজানো নয়, অবিকল তুলেছে। নট—তবে অব কথা নাই, আসুন, তারই যোগাড় কবা যাক । { উভয়ের প্রস্থান ] পুষ্পাঞ্চলে ধরিয়! নটীর প্রবেশ ] নট-বেশ, ইনি তো মন্দ নন। আমায় ডেকে আবার কোথায় গেলেন ? পুরুষের মন পাওয়া ভার। নারী-জাতকে ঠকাতে পারলে আর কম্বর নেই। তা যাক, আমি আর খুঁজে বেড়াতে পারিনে। এই অবসরে মালা গেঁথে নেই । ‘ - উপবেশন এবং মাল গাণিতে গাঁথিতে সংগীত }