পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ (ෆ জমীদার ধরে জরিমানা করে মনোসাধ পুরে, নাশিছে প্রজার । শুন সভ্যজন, করিয়ে মনন দেখাইব আজি অভিনয় তার। [ উভয়ের প্রস্তান ) পটা স্বরুপ এ নেপথ্যে সংগীত [ রাগিণী থাম্বাজ—তাল কাওয়ালী ] ওরে প্রাণ মিলনসলিল কর দান যায় যায় যায় প্রাণ, ওষ্ঠাগত হলে প্রাণ বিনে প্রেমবারি পান । মনপ্রাণ সব সঁপেছি হেরে ও বযান তবে কেন হেন জনে হান প্রিয়ে বিষবাণ ? Q7 Cr প্রথম গর্ভগঙ্ক কোশলপুর ( হায়ওয়ান আলীর বৈঠকখানা ( হয়ওয়ান আলী ও প্রথম মোসাহেব আসীন ) হায়—দেখেছে ? প্র মো—হুজুর দেখেছি । হায়--কেমন ? প্র মো—সে কি আর বলতে হয়, আমন আর দুটি নাই ! হায়—কিন্তু ভারী চালাক, কিছুতেই পড়ছে না ! প্র মেী-(সহাস্তে ) সে কি ? সামান্য স্ত্রীলোক কিছুতেই পড়ে না। হায়—তোমরা বোধ কর সামান্ত, কিন্তু আমি বেড়িয়ে বেড়িয়ে দেখেছি, স্বভাব চরিত্র যতদূর জেনেছি, তাতে বোধহয় সেটি অসামান্ত !