পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ প্র মো—অন্য লোভ কিছু দেখিয়েছেন ? হয়—টাকার লোভ দেখিয়েছি, কত গয়নার লোভ দেখিয়েছি, কিছুতেই ভোলে না ! প্র মো—ওর স্বামীও তো এমন স্থলী পুরুষ নগ্ন যে, তাতেই ভুলে বয়েছে। হয়—না, তাই বা কি করে ? আবু মোল্লা নব কাত্তিক ! বিধিব নিৰ্ব্বন্ধ দেখ ! চাষাব হাতে গোলাপ ফুল. এ কি প্রাণে সয় ? “হার্য বিধি ! পাক। আম দাড়ককে খায় !" প্র মো—( ক্রোধে ) কি আর বলবো । যদি আমার হাতে পড়তো তবে দেখতে পেতেন ! শুধু টাকাতেও হয় না, কথাতেও হয় না, পায়ে ধলেও হয় না ; হওয়ার আরও উপায় আছে ; একদিন – হয়—আমি যে না বুঝি তা নষ । যে কাজ তা তে জানতেই পাচ্ছে, তাম আবার যদি বলপূৰ্ব্বক করা হয়, সে অব ও অন্যায়। অর্থের লো ভ দেখিয়ে কি অন্য কোন কৌশলে হলে সকল দিকই বজায় থাকে। আমি আজ মনে মনে যে কারিকুরি এ কেছি, সেটা পরখ করে দেখে যদি না হয়, শেষে অন্য উপায়— প্র মো—কি এ কেছেন হুজুর ! হায়—একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক। এদিকে একটু নরম-গরম আরম্ভ করে ওদিকে কৃষ্ণমণিকে পাঠিয়ে দেই। সে গিয়ে বলুক যে, তুমি আজ সন্ধার পব একবাব বৈঠকখানায গে’ দেখা কর, সব গোল চুকে যায় । প্র মো—শে যুক্তি হয়েছে হুজুৰ, বেশ যুক্তি হয়েছে। এখনই চাব-পাঁচজন সর্দার পাঠিয়ে মোল্লাকে ধরে আনা যাক, তা হলে আজ রাত্রেই— হায়—আজ রাত্রেই ? প্র মে—রাত্রেই—এখনি— হায়—যেদিন তারে দেখেছি, সেদিন ইতেই সেই জ্ঞান, সেই ধ্যান—যেন উন্মত্ত ! ( কিঞ্চিৎ ভাবিয়া ) ওরে জামাল । { সর্দারবেশ, জামালের প্রবেশ ] জাম—( সেলাম করিয়া দ গুীয়মান ) হুজুরহায়—আর সকলে কোথায় ? জাম— (ষোড়হস্তে ) সকলেই দেউড়িতে স্থঙ্কুর ।