পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ 8 & হায়—পাচ আদমৗ যাও, আবুকে পাকড় লাও, আবি লাও । জামা—যে হুজুর । [ সেলাম করিয়া প্রস্থান ] হয়—দেখা যাক ! ফাদ তো পাতলেম ; এখন কি হয় । যদি এতেও বিফল হয়, হবে যা মনে আছে তাই ! মুদুস্বরে) সাবেক আমল হলে কোন দিন কাজ শেষ কবে দিতুম । তা কি বলবো । এখনকার আইন খারাপ ! মনের দুঃখ মনেই রয়ে গেল ; তা যদি এতেও না হয়, তবে— প্র মো-বোধহয় এইবাবেই হবে। আর অন্য চেষ্টা করতে হবে না । এইবারেই হৰে । হয়—কৈ তা হয় ? ক’মাস হলো কত চেষ্টা করিছি, কত ইটোহাটি করিছি, কৈ কিছু ই তো হয না । ( দীর্ঘ নিঃশ্বাস ) প্র মে—অধঃপাতে গেছেন ! আপনাদের পূর্বপুরুষের মতন তেজ থাকলে এত দিন করে হয়ে যেত । হয়—ওহে, আমাদেব তেজ না আছে এমন নয, আমিবা যে কিছু না করতে পারি তাও নয়, তবে সে এক কাল ছিল, এখন ইংবেজী আইন, বিষদাত ভাঙ্গ । প্র মো—সে বোজও এদেশে নাই । হায়—এক রকম সত্য বটে, আগে আগে আমরা মফস্বলে কত কি করেছি, কাবু সাধা যে মাথা তুলে একটা কথা বলে ? এখন পায় পায় জেলা, পায় পায় মহকুমা, কোণের বউ পর্য্যস্ত আইন-আদালতের খবর রাখে, হাইকোর্টের চাপরাসীরাও ইকুয়িটি আর কমন-ল’র মারপ্যাচ বোঝে । প্র মো-হুজুর যে ফন্দী একেছেন, এতেই সব কাজ সিদ্ধ হবে এখন— নেপথ্যে আজান দান, নামাজ পড়িবার পূৰ্ব্বে কর্ণকুহরে অঙ্গুলী দিয়া উচৈঃস্বর ] “আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আশ হাদে আল্লা এলাহা ইল্লল্লাহ, আশ হাদো আল্লা এলাহা ইল্লল্লাহ, আশ হাদে আন্না মোহাম্মী-স্কুর রাস্বল্লাহ আশ হাদে আন্না মোহাম্মা দুর রাহুল স্লাহ । হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ । হাইয়া আলাল ফালহি । হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকৰর, আল্লাহ আকবর । লাএলাহা ইল্লাল্লাহ, ”