পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐっ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ হায়-মামাজের সময় হয়েছে, চল নামাজ পড়ে আসি । ততক্ষণে হারামজাদাকে ধরে আয়ক । ( গাত্ৰোখান ) { উভয়ের প্রস্থান } পটক্ষেপণ নেপথ্যে গান { রাগিণী সিন্ধু—তাল জৎ ] কুবাসনা যার মনে তার উপাসনা কি ? মনে এক, মুখে শুধু হরি বলে ফল কি ? মধুমাখা বোল মুখে, গরল রয়েছে বুকে, হেন ছদ্মবেশী তাব অধৰ্ম্মেতে ভয় কি ? সতীর সতীত্বধন হরিবাবে কব পণ, মুখে বিভূ-পদে মন, এদের, অন্তকালে হবে কি? দ্বিতীয গর্ভস্ক আবুমোল্লার বাহিব বাটর ঘব ( সর্দারগণ-বেষ্টিত দণ্ডায়মান আবুমোল্লা ) আবু—{ কাতরস্বরে পাট জড়াইতে জড়াইতে ) আপনারা বস্বন, চাদরখানা নিয়ে আসি ; মনিব ডেকেছেন, না গিযে বঁাচতে পাবি ? জামা-নেওয়ার্তা রাখ, তোর নেওয়াতী বাখ, মান রাখতে পারিস তো একটু দাড়াই । নৈলে চল ( গলাধাক্ক। ) আবু—(সক্ৰন্দনে) দোহাই আপনাদেব, চাদরখানা আনি । আমি কোমর খোলাই দিচ্ছি। অপমান করো না। জামা—রাখ তোব চাদব, দিবি তো দে আগে দে । আবু—কিঞ্চিৎ কোমরু-খোলাই দিচ্ছি। জামা-দিচ্ছি কি ? কটাকা দিবি ? আগে টাকা আন, তবে বসবে, তোর কথায় বসবো ? তেরা বাত মে বায়ঠেগা ? চল ( গলাধাক্কা )— আবু-দিচ্ছি, এখনি দিচ্ছি। জামা-আন পাচজনার কোমর-খোলাই পাঁচ টাকা আন্‌, বসছি। তা না দিস, ঘাড়ে হাত দিয়ে কান মলতে মলতে কাছারিমুখো করবো। (ঘাড়ধারণ । )