পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ জামা—না, তা কখনই হবে না—এই ভাবেই কাছারি নে’ যাব। যেমন আছে তেমনি চল, হুকুমমত কাজ করতে হয় । এ তো তোমার অর্ণমার ঘরাও কথা নয়, হুজুরের যে রাগ তাতে যে কি হবে তা খোদা জানেন আর তিনি 西忆不可 1 আবু—এমন ঘাট আমি কি করেছি ? আপনারী কিছু শুনেছেন ? জাম—আমরা আর কি শুনবো ? গেলেই শুনবে, চলো । ( সকলের গাত্রোখান ) আবু—তবে চল, কপালে যা থাকে তাই হবে ! - { সকলের প্রস্থান ] পটক্ষেপণ ( নেপথো গান ) { বাগিণী বিঝট খাম্বাজ—তাল আড়া ঠেক ] সুখী বলে কোন জন ? অধীনতাপাশে বাধা যাদেরি চরণ । ক্ষমতা হোলো না আর করি পদ অগ্রসর দেখে আসি একবার, প্রেয়সী-বদন । দু’জন দু’হাত ধরে, লয়ে যায় জোর করে কেহ মিছে বোষ ভরে, মারে অকারণ । দেখিলে চক্ষের পরে কেমন প্রভুত্ব করে আনিতে দিলা না মোরে আমারি বসন । তৃতীয় গর্ভাঙ্ক হায় ওয়ান আলীর বৈঠকখান । (হায়ওয়ান আলীর মোসাহেবদের সহিত তাস-ক্রীড়া । হায়ওয়ান আলী ও প্রথম মোসাহেব একদিকে । দ্বিতীয় এবং তৃতীয় মোসাহেব অপর দিকে ।) হয়—{ তাস দেখিতে দেখিতে ) বিন্তি নাই ? দ্বি মো—কি বড় ? হয়—বিবি বড় !