পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 సె দ্বি মো—প্রত্যেক হাতেই যে বিবি বড় ? আপনার নিকটে বিবির বড় বাড়া বাডি দেখতে পাচ্ছি ! বিবি যে আর ছাডে না ! হায়—বিবি ছাডে বৈ কি, সাহেবই ছাডে না ! খেল না। দেখুন দেখি সেই বিবির জন্তে কতখানা হয়ে যাচ্ছে, কৈ একবারও সাহেবের পানে ফিরেও তাকায় না ! বঙের দশ আমার । দ্বি মো—আপনি তাকে যথার্থ ভালবেসে থাকেন, সেও ভালবাসবে ; এ তো চির কালই আছে, মনে মনে যে যাকে ভালবাসে সেও তাকে ভালবাসে । হয়—সে যথার্থ, কিন্তু আমার ভাই কিছুতেই বিশ্বাস হয় না। যাব জন্ত একেবারে আহার-নিদ্র তাগ, পূৰ্ব্ব যে বড় ভালবাসার ছিল, তাকেও আর দেখতে ইচ্ছে করে না । বলবে। কি, জীযন্তে মবার যাতনা ভোগ কচ্ছি । অদৃষ্টের এমন দোষ যে সে আমার নামও শুনতে পারে না ! কাবার বিস্তি ! দ্বি মো— তৃতীয় মোসাহেবের প্রতি ) দেখে খেল হে, দেখে খেল ! গোচ বড় ভাল নষ ! ও মো—কাবার ইস্তক । দ্বি মো—তবে ঠ'কৃলেম । তৃ মো— কাজেই, ওঁদের পড়েত। পড়েছে. পড়ত প’লে এই হয় । ( গান ) পড়ত ছিল ভাল যখন, ফি হাতে হন্দর তখন, মেরে তাস করিতাম হত লে! ‘’ এই টেক্কা, হাতের পাচ আমার । হয়—হাতেব পাঁচ নিলে কি হবে, ওদিগে যে চা’র কুডি সাত দেখাতে হবে । আব এই বারেই পঞ্জী ( প্রথম মোসাহেবেব প্রতি ) ওহে একখানা কাগজ ধব (তাস একত্রে করিয়া সম্মুখে ধারণ ) কীটুন দেখি । দ্বি মো—(হস্ত বাডাইয়া) এই নিন গোলাম কেটেছি, আর পাল্লেম না, গোলামেই সব হবে । হায়—কি হবে ? এত ভয় কেন ? দ্বি মো—আবার ভয় কেন ? সব হবে—গোলামেই সব হবে । হয়—ওহে ! আমরা সাধে জিতছি, আমাদের যাত্রা ভাল ; ওদিগের খবর শুনেছ তো ? দ্বি মো—কতক কতক ! কৈ এতক্ষণও যে আনছে না? বোধহয় পালিয়েছে। হায়--পালাবে কোথায়? একটু বসে না, এখনি দেখতে পাবে।