পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? o মীর মশাররফ হোসেন রচনাসগ্রেই তৃ মো-দেখবে, এই দেখ ( তাস নিক্ষেপ ) হল্পর হয়েছে। হায়—এমন সময় এমন কাজ কল্পে ? হাতে না তুলতেই হন্দয়— প্র মো- রে সর্দারগণকে দেখিয়া )—ঐ অাধুকে আনছে। হায়—চুপ কর, ওদিকে তাকিও না—এইবারে খেলাটা হয়ে ধাক । ( সর্দারগণ-বেষ্টিত আবুর প্রবেশ ) আবু—( সেলাম করিয়া দণ্ডায়মান । জামা—হুজুর ! আবু হাজির । হয়—কাহা হায় ? পঞ্চাশ ! ( হেট মুখে সক্রোধে ) আরে আবু ! তুই জানিল আমি তোর সব কর্তে পারি ? তোর ভিটেয় শুধু চরাতে পারি? আবু— ভয়কাতর স্বরে) হুজুব। আপনি সব কর্তে পারেন ; আপনি রাজা ; জানজাহানের মালিক ; মাঙ্গেও মাৰ্বতে পাবেল ; রাখলেও বাখতে পারেন ! হায়—তোর এতদুর আস্পর্দা ? আমার সঙ্গে অ-কৌশল ? তুই ভেবেছিস কি ? আমি তোকে সোজা কৰ্ব্বই কৰ্ব ! কাবার পঞ্চাশ-জামাল ! হারামজাদাসে পাঁচাশ-বোপেয!, জ’ববান আদা কব ! জামা—যে হুকুম ! আবু—(ষোড়করে ) হুজুর ! আমি কি ঘাট করেছি ? হায়—চোপরাও হারামজাদা ! আবতাক হামবু সামনে মুখোলকে বা কাহতাহায় ! আভি লে যাও ! লে যাও ! ( ক্রোধে উচ্চেস্ববে ) ঘষ্টে কা দীরমিয়ান রোপেয়া আদা কর । জামা—( মোল্লার হাত ধরিয়া টান ) চল ! মোল্লা-খোদাবন্দ । আমায় মাপ করুন । হায়—মাপ ক্যা, অ্যা মাপ হ্যায় নাই ! জামাল ! ওকে চোদ পোয় করে মাথায় ইট চাপিয়ে দে’, তা না হলে ও ন্তাক কখনও টাকা দেবে না ! জামা—(চোদ পোয় করন ) আবু—খা সাহেব, আমার মাথায় ইটই দিন জার আমারে কবরেই দেন, জামায় দিয়ে এত টাকা হবে না। বাড়ি-ঘর ছেড়ে দিলুম, বেচে নিন ! হায়-হারামজাদা ! আমি তোর ঘর বেচবো ! তুই যেখান থেকে পারিস টাক{