পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদাব-দর্শণ 6 Y এনে দে। ( সঙ্গারগণের প্রতি ) অারে তোরা এখনও ওর মাথায় ইষ্ট দিলিনি । { একজন সৰ্বারের প্রস্থান ] আবু-হুজুর ! আমি বড় গরীব, কুপুষ্ঠি গলায়, বিষয়-আশয় হুজুরের অজানা কি ? এত টাকা কোখেকে জোটাই ? দোহাই খোদাবন্দু ! মাপ করুন ! প্র মো—কেন ? তোমার কুপুষ্টি এমন কে ? দ্বি মো—আরে জান না, ছোটলোকের ঘরে যার একটু স্বল্পর বিবি তার এক পুষিতেই একশ’ ! নিত্যি নতুন ফরমাস-নিত্যি নতুন আবদার ! প্র মো—ওর বিবি বুঝি খুব খুপহরৎ ? দ্বি মো—উরির মধ্যে । হয়—তবে অবশ্বি টাকা দিতে পাৰ্ব্বে । তার গয়নাই থাক, নগদই থাক, আর যার কাছে থেকেই হোক, টাকার তার অভাব কি (ইট লইয়া সর্দারের প্রবেশ ) দে ওর মাথায় চাপিয়ে দে । ( সর্দার কর্তৃক আবুর মাথায় ইট দেওন ) আবু-দোহাই সাহেব ! আর সয় না, আমায় ছেড়ে দিন, আমি বাড়ি গে, ঘটি-বাট য। থাকে বেচে এনে দিচ্ছি ! হুজুর ! কপালে যা ছিল, তাই হোলো ! আমার কোন পুরুষেও এমন অপমান হইনি ! এর চেয়ে মরণই ভাল ! হায়—চোপরাও, চোপরাও । ( মোসাহেবগণ প্রতি ) কি বল আর খেলবে ? না আর কাজ নেই । চতুর্থ মোসাহেবের প্রতি) আপনি একটা কথা শুনে যান । চ মো-( নিকটে গিয়া ) বলুন ? হায়—{ কানে কানে প্রকাশ ) এখনই যান, আর বিলম্ব করবেন না ! গিয়েই পাঠিয়ে দেবেন ! চ মেী—যাচ্ছি ! হায়—যদি সুখবর জানতে পারেন তবে গাল ভরে চিনি দেব ! আবু-(চতুর্থ মোসাহেবের প্রতি—চুপে চুপে ) কৰ্ত্তী ! আমার জন্যে একটু— আমি আপনারে ( পাচ অঙ্গুলি প্রদর্শন ) দেব ! চ মো— হায়ওয়ান আলীর নিকট যাইয়া চুপি চুপি ) আবু কি ততক্ষণ । ঐ অবস্থায় থাকবে ? ও অবস্থায় রাখা আমার বিবেচনা হয় না ! t হায়—(মৃদুস্বরে ) আচ্ছ, আপনি ওর জন্যে উপরোধ করুন, আপনার আসা পর্যন্ত বসিয়ে রাখা হুকুম দিচ্ছি !