পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

盤ミ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ চ মো— প্রকাতে ) দেখুন হুজুর ! আৰু আপনার প্রজ, ওর ক্ষমতা কি ৰে আপনার অবাধ্য হয় ? এখানে শুকে এ প্রকার কষ্ট দিলে তো টাকা পয়সা আদায় হবে না ! জামিন নিয়ে ছেড়ে দিন, টাকার ষোগাড় করে নিয়ে আসুক । হয়—তা হবে না, আমি ওকে ছেড়ে দিতে পারি না । তবে আপনি বলেছেন, এ অবস্থায় না রেখে সন্ধ্যাপজ্জন্ত দেউডিতে কয়েদ থাকুক ! সন্ধ্যার পর টাকা না দেয়, যা মনে আছে তাই করবো ; তখন আর কারও উপরোধ শুনবো না । চ মে। —আপনি সব করতে পারেন । আমার কথfয যে এই কলেন এতেক্ট ক্লতাৰ্থ হলেম ! ( প্রেস্থান ) হায়—জামাল ! আবুকে সন্ধা পর্যন্ত বসিয়ে ৰাখ ৷ সন্ধ্যাব পর টাকা না দেয়, যা করতে হয় কববো । এখন দেউড়িতে নে যা । জামাল, আবু মোল্ল ও সর্দারগণের প্রস্থান ) দ্বি মো—আমি এ ঠার ঠোব কিছুই বুঝতে পাবছি না । “সীতা নাডে অঙ্গুলী, বানরে নাডে মাথ বুঝিতে না পারি নরবানরের কথা - হায়—বুঝবে কি, আজও যে গাল টিপলে দুধ পডে! দ্বি মো—দুধ পডে তাতে ক্ষতি নেই, হুজুর কিন্তু বুঝে চলবেন, শেষে চক্ষের জল না পড়ে ! তখন আর ঠারেঠোরে বলা চলবে না । “ঠারে ঠোরে উনিশ বিশ্ব দাদার কডি”—প্যাচ ঘটাতে সকলে পারে কিন্তু ম্যাও ধরবার বেলায় কেউ নেই ! হয়—( মুখের উপর হাত নাডা দিয়া ) অধিকারী মশায় চুপ করুন, আপনার আর ছড কাটতে হবে না । দ্বি মো—চুপ কল্লেম বটে, কিন্তু আমার ভাল বোধ হচ্ছে না । যাই করুন, আগে পাছে বিবেচনা করে করবেন । হায়—সেজন্য আপনাকে বড় ভাবতে হবে না। আমি আপনার চেয়ে ভাল বুঝি— চল, আডিডায় যাওয়া যাক ! দ্ধি মো—গুলিতে যে হাড় কালি হয়ে চললো ! হায়—চুপ কর হে চুপ কর ; বেশী ব’কে না, মাথা ঘুরবে ! ( সকলের প্রস্থান ) পটাক্ষপ *蝇