পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ । ○ ○ দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাস্ক আবু মোল্লার অন্দর-বাডি নুরন্নাহাব ও আমিবণ আসীন ) আমি-(কাথা সেলাই করিতে করিতে ) অব র্কাদলে কি হবে । জমীদারের হাত কখনও এডাতে পারবে না, টাকা দিলেই চলে । নুব—পঞ্চাশ টাকা কোথায় পাব ? আজ যে কবে প্যামদাব কোমর-খোলাই পাঁচ টাকা দিয়েছি তা আর কি বলবো । আর একটি পয়সাবও ফিকির নাই, জিনিসপত্র ঘব কয়েকখান বেচলে কিছু টাকা হতে পারে । তা এ অবস্থায় কে-ই বা কিনতে সাহস কবে ৮ টক না দিলেও তো বৃক্ষ নাই । আমি কি করবো ? এত টাকা কোথায পাব ? তিনি কাছারিতে আটক রইলেন, আমি মেয়েমান্তস কোপ থেকে এত টাকা দেবে ? গরীব বলেও কি তীব দয়া হলো না ? পঞ্চাশ টাক; একসাথে তে আমরা চক্ষেও দেখিনি। আজ আর কোথা হতে দেব । অামি—না দিয়ে কি আর বঁাচবে ? জবিমান ন দিযে যে অন্য কোনো হাকিমের মাটিতে পালাবে, মনেব কোণেও সে কথা ঠাই দিয়ে না ! নৃত্ব—পালাব! সে তো পরের কথা, বাত্রে যে উাকে কত কষ্ট দেবে, কত মারই মারবে, কত বাবষ্ট যে খাড করবে. আমার সেই কথাই মনে পড়ছে ! র্তাব হাতে একটি পযসাও নেই ( বেদিন ) । টাকাব জন্য তাকে মেরে মেরে একেবারে খুন করে ফেলবে । আমি—মাটিব হাকিমে মেরে ফেললে তুমি কি করবে ? তার নামে তে। আর সাহেবদের কাছে নালিশ করতে পাববে না ? নালিশ কল্পে এই হবে, একদিন তোমার ভিটেয় পুকুব কবে দেবে । জৰ্মীদারের সঙ্গে কার কথা, সে কি না করতে পারে ! নূর—পারেন বলে কি একেবাবে মেরে ফেলবেন ? এই কি জমীদারের বিচের ? জমীদার বাপের সমান, কোথায় প্রজার ধন-প্রাণ-মান বৃক্ষা করবেন, ওমা তা গেলে মাটি চাপা ! উন্টে দিনে ডাকাতি ! -