পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দৰ্পণ & Go করবে তখন ধরে নিয়ে জরিবানার টাকা আদায় করবে ।--মা ! বেলা গেলে আর থাকতে পারিনে, একমুঠে ভিক্ষে দাও, যাই, আর কি করবে মা ! ( দীর্ঘশ্বাস ) নৃৱ—(ভিক্ষ আনিতে গমন ) রুঞ্চি— পশ্চাৎ ষাইয়া দ্বারদেশে দ গুীয়মান ) নূর-(ভিক্ষা লইয়া ভিখারিনীর ঘটতে দান) কৃষ্ণ—{ ভিক্ষা লইতে লইতে ) চুপে চুপে শুন মা " জমীদারের হাত এড়াতে পারবে না, আমি শুনেছি তোমার জন্য একেরারে পাগল । দেখ না, একমাস হলো তোমার পাছেই নেগে আছে, তুমি মনে করলেই সব মিটে যায়। নূর-(সক্ৰন্দনে) আমি আবাব কি মনে করবে ! কৃষ্ণ—আর এমন কিছু নয়, আজ রাত্রে যদি তার বৈঠকখানায় যেতে পার, তা হলে যত রাগ দেখছে। একেবারে জল হয়ে যাবে । তুমি উণ্টে আবার তার ডবল ঘরে আনতে পারবে ! নূর—আমি বৈঠকখানায় যাবে মাসি ? (চক্ষে অঞ্চল দিয়া ) এতকাল পরে তুমি আমায় এই কথা বল্লে ? তার কি এমন কৰ্ম্ম কবা উচিত? অধীনে আছি বলেই কি এমন অধৰ্ম্মেব কাজ কববে ? এই কি তার ধৰ্ম্ম ?—এ বড় দারুণ কথা, আম হতে এমন কৰ্ম্ম হবে না । তিনি যা করুন, তা করুন, প্রাণ থাকতে আম) হতে এমন কুকাজ হবে না—আমি বৈঠকখানায় কখনও যেতে পারবে না । যদি বড পেড়াপীডি হয় তবে এই রাত্রেষ্ট গলায় দড়ি দিয়ে মরবো । কৃষ্ণ- জিভ কাটিয়া ) সেও তো ভদ্রসন্তান, তায় আববি জমাদার, এ কথা কে শুনবে ? কেউ জানতে পারবে না । জানলেও কার দুটো মাথা এ কথা মুখে আনে মা ! তুমি রাজার রাজরানীর মত স্বখে থাকবে । দেখ, জমীদার, সে কি-না করতে পারে ? তোমায় ধরে নিয়ে যেতেও তার ক্ষ্যামত আছে ; জাববান কল্পেও তো করতে পাবে। সে যখন পণ করেছে তখন ছাড়বে না ! তবে কেন অপমানে স্কুল মজীবে ? মান থাকতে আগেই তার কাছে গিয়ে কাতর হয়ে পড়, আদর পাবে । তিনি যা বলেন, তাইতে রাজী হওগে মা ! তুমিষ্ট যে এক এ কাজ করছে তা তো নয়, জমীদারের নজরে পড়ে কত কোণের বেী পৰ্জ্জন্ত এ কাজ করেছে : চৌধুরীদের কথা