পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ぐり মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ শোননি? ওমা! তারা আস্ত ডাকাত: পাড়াপড়সী, জগত-কুটুম, পর্জার-ঘব কাউকেও ছাড়েনি। যার উপব নজর করেছে তারির মাথা খেয়েছে ! কৈ কে তার কি করেছে ? যে তার অবাধ্য হয়েছে তার ভিটেমাটিতে একেবারে উলকুড উঠিয়ে দিয়েছে । মা, আমি তোমার ভালোর জন্যেই বলছি, মানে মানে থাকাষ্ট ভাল, শেষে মানও যাবে আর জানতেও পাচ্ছে—বুঝেছ— নূর-বুঝেছি সব, কিন্তু সে কাজ আমি পারবে না, জান থাকতে তো নয়, ! আগে আমায খন করুন, তারপর যা ইচ্ছে তাই কবরেন । (ঘুণা ও বিরক্তির দৃষ্টিতে শশবাস্ত গমনোদ্যতা ) । কৃষ্ণ—দাড়াও না শু— নূর—আমি শুনবো না ( আমিরণেব নিকট গমন ) { কৃষ্ণ—শুনলে না শুনলে না : আচ্ছা, যাই আগে, থ সাহেবের কাছে এই সতীপনাব য; শুনতে হয় তা হবে অকন । শেষে জানতে পাবলে আমি কেমন ‘কুষ্ণমণি । ’ ( সক্রোপে প্রস্থান ) আমি— কৃষ্ণমণি হাত মুখ লেডে কি বলছিল বউ ? নৃত্ব—তোমার আর শুনে কাজ নেই। সে কথা আধ মুখে আন আনবে না । ছি, ছি, বড় মাচুষের এই আচরণ । আমি—কি কথা, বল না শুনি ? নূর—তবে শোন কানে কানে প্রকাশ । আমি– ( গালে হাত দিয়া ) এমন । তা হবেই তো ; ওরা ছাগলেব জাত – পজ্জন্ত পার পায় না ! তুমি আমি তো ছার কথা । বলতেও লজ্জা করে বন ; শুনতেও লজ্জা ! ওদের মেয়েমান্তষ দেখলেই চোখ টাটায়, জর্মীদার হলেষ্ট প্রায় একথুরে মাথা মুড়নো ! কেউ চিরকাল বাইবে বাইরে কাটাচ্ছেন, ঘরের খবব চাকরেরাই জানে । যেখানে যান সেইখানেই মরেন, একদিনেব জন্যও ছেড়ে থাকতে পাবেন না । বাঈ ! বাঈ বাঈ বাঈ বই দুনিয়াতে র্তাদের যেন আর কেউ নাই ! এরাই আবার বড়লোক । সাহেবদের কাছে বসতে পান, কত খাতির হয়, তাতেই আবার ন্যাজ ফুলে ফুলে ওঠে ! সৎকাজের বেলায় এক পয়সা মা-বাপ! কিন্তু ওদিকে কল্পতরু ! চুল পেকেছে,