পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদায়-স্থাপণ 教本》 হায়—জামি জানি ওদের দলের যিনি কৰ্ত্ত তিনি সকল বিষয়েই কৰ্ত্ত । প্র মো—হজুর কুঠির কর্তা একবার কৰ্ত্তার বডকৰ্ত্তামী বার করেছিলেন । মাথায় ইট চাপানো পর্যন্ত বাকি ছিল না। ওরা “যখন দেখে জাটাঙ্গীটি তখন কেঁদেকেটে ভিজায় মাটি ।” তারপর অমনি চোখ উণ্টে বলে ফেলে, তো-তো-তে তোমি কেড হে ? হয়—সে কথা থাক, আন্দ বিশ্বাসের মকদ্দমার কি হলো ? প্লে মো—সে কথা আর কি বলবো ? কলিকালে সকলেই গেলো । বমজানের চাদে রোজা বেথে মস্ত মস্ত কাচা-পাকা দাড়িওয়ালা সাহেবেবা তসবি টিপতে টিপতে হলফ করে হাকিমের সামনে মিছে কথা কইলেন, শুনে অবাক হয়েছি, যে এ বাবাজিদের অসাধ্য কিছু নেই । হায়—তা তে কষ্টলেন, তারপর ? প্র মো— ঈষৎ হাস্ত করিয়া) এখন যেমন আইন, তেমনি আদালত, টাকার জোরে কিনা হয ? ডিসমিস হয়েছে ! হায়—বেশ হয়েছে ! ভদ্রলোকের জাত লাচলে । শুনেছিলাম এ মোকদ্দমায় বড় যোগাড় হেয়েছিল । প্র মে—যোগাড় কল্পে কি হবে। অমন বিচক্ষণ হাকিমকে কি কেউ ঠকাতে পারে ? হুজুব, আব-এক কথা শুনেছেন ? হিন্দুদের নিকে হোচ্ছে ! হায় – শুনেছি। আমাদের সঙ্গে কি কিছুব মেযেব নিকে হতে পারে না ? না বাবা ? তার কাজ নেই, পাবনায় সেদিন রাড কনে আর তার বরকে বাসরঘরেই পডিার হিন্দুরা জুটে পুড়িয়ে ফেলছিল, ভগ্যিস হারিশ ডাক্তার ছিল তাই রক্ষে হোলো । তবে – তবে তো বাবা ! একেবারে আগুনে পুডিয়ে ফেলবে। প্র মো—সে কথা যাক, এদিগের কি হোলো ? হায়—আজ যে যোগাড় করেছি তা তো শুনিইছ ! প্র মো—হজুর আমি শুনেছি সে নাকি গর্ভবতী আছে। হায়—লা হে না, সে কোন কাজের কথা নয়, ও কথা শুনলেম না, আমি কালও দেখেছি, ওসব ভো কথা ! আমাকে ভয় দেখাবার জন্তে মিছিমিছি একটা