পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন বচনাসংগ্ৰহ وم وي রটনা কচ্ছে, আমি তাতেই প্রায ভুলে গেলাম আর কি ! .এ কি ছেলেৰ হাতের পিঠে । প্র মো—( হেঁট মুখে ) আপনি দেখেছেন, তাতে কোন কথাই নেই, কিন্তু আমি যেন শুনেছিলাম, যে সত্য সত্যক্ট গর্ভলতী । হয়—হোক, তায় ক্ষতি কি ? ( চতুর্থ মোসাহেবের প্রবেশ ) হায—চালাক দাস ? খবর কি ! গালভবে চিনি দেব না দুটো ছিটে টানবে । श्व চ মো—( কৃজ হইয়া আঙ্গুলী নাডিয়া ) ছিটেফোটাব কাজ নয়, ( নিশ্বাস ত্যাগ ) সব দফা রফী— হয়—সে কি ? একেবাবেই যে শেয কলে ৮ বা পাবখান! কি ? চ মো—কোনমতেই ন! । সে হাত নুখ নেভে কত কি বললে । আরো বললে, এদের উপব হাকিম থাকত ত ইলে এক শোধ নিতেম । কি আশ্চর্য্য মেয়েমাতৃষেব এমন কথা । কৃষ্ণমণি আসি ও অনেক বললে, সে কথা এখন বলবো ন, আর এক সময় শুনতে পাবেন । হয়—কি ? তার স্বামীকে এনে কানমলা নাকমল! দিচ্ছি, খাড়া কবে রেখেছি, আর তার এত বড় অস্পৰ্দ্ধা । মেয়েমানুষেব এত হেম্মত ! হাকিম দেখায় আমাকে । তবে এব প্রতিফল এখনই দিচ্ছি । আব বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি । আপনি সদবদেব ডাকুন। ( চতুর্থ মোসাহেবের প্রস্থান ) প্র মো—আপনার উপরে হাকিম দেখাতে চায়, এতদূর বকের পণটা ! আমি— হয়—এখনই তারে হাকিম দেখাচ্ছি । বড় সতী হোসেছে " সতীপনা এখনই মালুম পাওয়া যাৰে । ( জামাল, কামাল ও চতুর্থ মোসাহেবেব প্রবেশ ) জামা—{ সেলাম করিয়া দ গুণয়মান ) হায়—দেউড়িতে যত সর্দার আছে সব যাও । মোল্লাকো জরুকে পাকড় লাও । মোল্লাকে ছেড়ে দাও । আমি মোল্লা চাইনে, নুরস্নেহরি চাই। :