পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামীদাব-ক্ষপণ პაvქ· কৈিকও ষে দেখতে পাইনে ! তোমার সে বাৰার কোথায় ? এখন দেখ না ! এসে রক্ষা করে না । সতী সতী ক’রে বড় ঢুলে পড়তে ! এখন সতীত্ব কোথায় থাকবে ? আমার হাতে তো পড়তেই হলো, তবে আর এতে তিরকুট কল্পে কেন ? অামাব ক্ষমতা আছে কি না তাও তো দেখলে ? আরও এখনই দেখতে পাবে জান ! এতদিন আমার জানকে এত হয়রান করেছে। জান ! এস তার প্রতিফল দিই । নূর- সকরুণে ) আপনি সৰ কৰ্ত্তে পারেন । আমি আপনাব প্রজা, আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ ! জাত মান রক্ষা কবতেও আপনি, প্রাণ রক্ষা করতে ও আপনি । আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ ! ( রেদিন ) আপনিই আমার জাত কুল বক্ষা কোরবেন । হায়—এই তো কছি! ( নুরুন্নাহারকে টানিয়া লইতে উদ্যত ) নূরু— মাটিতে গড়াইয়া পড়িয়া সরোদনে ) আমার ছেড়ে দিন। গলায় কাপড় দে বলছি আমায় ছেড়ে দিন । আমি আপনার মেয়ে । আপনি আমার বাপ ! আমার কাপড় অসামাল হলো, কাপড পরি, ছেড়ে দিন । হয়—( রুমাল দ্বাবা মূখ বন্ধন করিতে কবিতে ) কাপড় নেওয়াচ্ছি ! নূর— গোঙাইতে গোঙাইতে ) পায় ধরি-আমা— হয়— মোসাহেবগণ প্রতি ) আপনার দুইজন হারামজাদীর হাত ধরুন, আমি চুল ধবে টেনে নিচ্ছি ! (তৃতীয় ও চতুর্থ মোসাহেব বেগে হস্তধারণ এবং খ সাহেব কর্তৃক নূরয়াহারকে ধরে অগ্রসর । ) ( প্রস্থান ) স্বি মো—( ক্ষণচিস্তাব পব ) হুজুবের যে রাগ দেখতে পাচ্ছি এতে যে কি করে বসেন, তার নিশ্চয়তা কি। কিন্তু এর ভোগ শেষে ভুগতেই হবে । জামা—দেখুন আমরা চাকর, হুকুম কল্পে আর অতুল কত্তে পারিনে । এ কাজটা বড়ই অন্যায় হোচ্ছে । মোল্লার স্ত্রী গর্ভবতী, তারপর এই জাবরান। এ কাজটা বড় অন্যায় হচ্ছে ! কি করি । এর অধীনে থেকে একেবারে সৰ্ব্বনাশ হবে! এর তো দিগ-বিদিগঙ্গান কিছুই নাই, দ্যায় হোক, অন্তায় হৌক একটা করে বসেন, যে ভাব দেখতে পাচ্ছি, এতে আমাদের জাতকুল