পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ 8 و&ہ থাকাই ভার। আজ আবু মোল্লার যে দশা হলে, কোনদিন বা আমাদের ওরূপ ঘটে । ( হায়ওয়ান আলীর পুনপ্রবেশ ) হায়—ওহে, তোমরা এখানে কি কচ্ছে ? ওদিকে যে—যাও না এমন দিন— ! প্র মো—আচ্ছা যাই । ( প্রস্থান ) হায়—( সর্দারগণ প্রতি ) তোমরা আমায় খুশী করছে, আমি মনের মতো খুষ্ট কৰ্বেবা । জাম? —হুজুর আমবা হুকুম পেলে কাউকে ভয় কবিনে, তবে দেখবেন শেষে যেন একেবারে দ্য ডুবে ন মবি ! সময বড় খাবাপ, সাবেক আমল হলে এতে। ভা বতেস ন! · হয়—তার জন্তে ভয় কি ? মকদম আছে মামল আছে কবুল ! জামাল ওকে কি বকম ধল্লে ? জাম—আমরা ঐ সেই কেটার পিছনে দাডিয়ে ছিলুম ! কোনমতে আর ফাক পাইনে । অনেকক্ষণ পরে কানে আওয়াজ এলো যে, একটু দাড়াও আমি বাব থেকে আসি । আবার শুনলুম যাও, চাদনির বাত ভয় কি ? তারপরই দেখি নুরুন্নাহার বাইরে এয়েছে ! তখন একবার লাফিয়ে ধরে শূন্যে শূন্তে আনতে লাগলুম ; ও কেবল মুখে বল্লে, ছোট বিবি মলেম ’...তারপরই আপনি গিয়েছেন । মোল্লাকে যে রকমে তাড়িয়েছি তা তো দেখেছেন । হুজুর, আমরা যেন নষ্ট ন হই । হায়—তোমাদের ভয় কি ? টাকাব অসাধ্য কি আছে বল দেখি ? জামা—হুজুর । সে যথার্থ, কিন্তু আমবা গরীব, সেইটি যেন মনে থাকে। হায়—মনের মত বখ শিখ কবৰে । ( প্র মোসাহেবের প্রবেশ ) প্র মে~~হুজুর সর্বনাশ হয়েছে । হয়—কি হলে ? প্র মো—আর কি দেখছেন, নুরপ্পাহার কেমন কচ্ছে, বুঝি বঁাচে না । হায়—বটে (ত্ৰস্তে উঠিয়া)