পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমাদার-দর্পণ )68 و প্র মো—তার ভাব দেখে ভাল বোধ হচ্ছে না । ( উভয়ের প্রস্থান ) { এবং জামাল কামাল বাতিরেকে অবশিষ্ট সর্দারগণের অপর দিক দিয়া বেগে পলায়ন ) জামা—অদৃষ্টে কি জানি কি হয় ? গতিক বড ভাল বোধ হচ্ছে না । ( হায়ওয়ান আলী মোসাহেবগণের সাহায্যে হাত প। ধবিধা নুরুন্নাহারকে লইয়া প্রবেশ ) হয়— মাটিতে বাখিয়া ) যথার্থই কি মবে, না ওর সব মিছে? ও কিছুই নয, ও এক কাপ করে বয়েছে ! দ্বি মো—না, না, দেখুন গর্ভবতী যথার্থ ই ছিল ! ঐ দেখুন তলপেট তোলপাড় কচ্ছে ! হয়—{ নিকটে যাইয় বিস্ময়ে ) যথার্থই গষ্টের লক্ষণ দেখা যাচ্ছে ; লেপেট অলে নডে কন ? নুব— মৃদুস্বলে ) ছ। খোদ ! আমাৰ কপালে এই ছিলো নাবীকলে জন্ম নিয়ে BBB BBS BBBB BBB BS BBS gg BBB B BBBB BB হসেছিলো ! জন্মেই কেন মবে গেলাম না ! তা হলে এত লাঞ্ছনা সইতে হতে না ! কি কবি উপায় নাই, এ দুঃখ ককে জনাব ! এমন সময় প্রাণপন স্বামীর সঙ্গে দেখা হলো না ! মা-বাপেব মুখও দেখতে পেলাম মা ! প্রতিবেশীবাও আমাকে দেখতে পেলে না ! ( দীর্ঘশ্বাস ) হা খোদ ! তোব মনে এই ছিল ! জমীদার হয়ে এমন কাজ কলে । ধৰ্ম্মের দিকে চাহলে না । এত কষ্ট কি আর প্রাণে সয় । হায় হায়, এদের দমনকর্তা কি আর কেউ নেই। এদেব উপরে কি আর হাকিম নেই ! হায় হায়, জাত গেল, দেশ জুড়ে কলঙ্ক হলো, প্রাণও গেলো, শুধু আমার প্রাণই যে গেল তা নয়। পেটে যে একটা ছিল তারও গেলে । খা সাহেব ! আপনার মনে এই ছিল ? এই কল্লেন ! খোদ আপনাব বিচার কববেন! শুনেছি যে মহারানী সকলের উপরে বড়, সাহেবদের উপরেও বড় । আমরা যেমন তোমার প্রজা, তেমনি তুমিও তার প্রজ। তিনি কি এর বিচার করবেন না ? প্রজার প্রজা বলে কি আর দয়া হবে না ? মা! তুমি বেলাতে থাক, তোমার প্রজার প্রতি এত দৌরাত্ম্য হচ্ছে তুমি কি জানতে পাচ্ছে না? কেবল বড় বড় লোকই কি তোমার প্রজ? আমরা গরীব