পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ לשאי ( নেপথ্যে গান ) ( রাগিণী ললিত—তাল জলদ তেতাল ) চেতরে চেতবে চিত । এই তো দিন ঘনাষে এলে! সারা নিশি ঘুমাইলে আর কত ঘুমাবে বল । মায়াবিনী এই নিশি, আসলে ঘুমপাড়ানি মাসি ভোগ দিয়ে সৰ্ব্বনাশী, সাব কথাটি ভুলিয়ে দিলে । শিষ্ট যারা মিশিযোগে, রয় কি তাব নিদ্রাযোগে ? মনে বেথে সেই পদযুগে, যোগে মজে জেগেছিল । দুষ্টলোকে বেতের বেলা, ঠিক যেন হয় কলির চেল! কেউ চুলি কেউ কামেব খেলা, খুন কবে কেউ লুকাইল । তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক আবুমোল্লাব খেজুববাগান ( কনস্টবলদ্বয নুরুন্নাহাবেব শবের পাশ্বে দণ্ডায়মান ) প্র কন—বাবু যে এতক্ষণও আসছেন না! দ্বি কন—উঠতে পাল্লে তে। আসবেন । প্র কন—সে তো আর নতুন নয় । দ্বি কন—তাতে কি আর নতুন পুরান আছে ; বেশী মাত্রা হলেই দিন কবির। আবার যে লক্ষ্মী কাধে ভর করেছেন তিনি তো—জানই আর কি ! (কাস্তে বগলে তামাক টানিতে টানিতে দুই চাষার প্রবেশ ) প্র চা—এ গায়ে আর বাস্তবিব হয় না । গেল না, ওরে ধরে নিয়ে এই কাগুট করেছে। —জমীদার বহুত আছে, অনেক জমীদারের নাম তো শুনেছি। এরা যেমন বাব ! দ্বি চী—মামুজি, কি নকমে মাল্পে ? প্র চা—আমি কি দেখতে গেছি ? দ্বি চা—বুঝিছি বুঝিছি, ও ব্যাটা বড় শয়তান । বলুক হাতে করে ঠিক সঁাজের বেলা আমাদের বাড়ির পাছ কানাচে ঘুরে বেড়ায়ং ঘুরেই বেড়ায় ! পাছ