পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-রূপণ جون দুয়োর দিয়ে বাডির মদিও আসে, বেটার চালচলন বড় খারাপ। মামুজি, তুমি শোননি, ঐ সেই দহিনপাড়ার জোলা বড় হাকমত করে বলেছ্যাল । উনি তো তাক মেয়েকে দেখে বাড়ির সামনেই ঘোরেন, সে বল্লো হুজুর ! দিনে মুনিব বলে মানবো, নাক্তিবে অজাগায় দেখলে আর হাকিম বলে তাত ক’ৰ্ব্বে না । ( ইনস্পেক্টবের সহিত আবুমোল্লার প্রবেশ ) ও মামুজি, ঐ সাহেব (পলাইতে উদ্যত ) ইন—খাডা বাও, কাহা যাত হায় ? প্র চt—( ষ্টক ফেলিয়া কবজোড়ে ) কৰ্ত্ত । আমবা কিছু জানিনে । ইন—( শবেব নিকটে যাইয়া ) এ মেযেলোকটি কে ? কি হয়েছে ? এ রকম এখানে পড়ে কেন ? প্র চা—মবে গেছে, শুনিছি খুন হয়েছে । আব-ধৰ্ম্মাবতার । আমার সৰ্ব্বনাশ হযেছে, আমাব মাথায় বাড়ি হয়েছে। হুজুর । আমার জাত-কুল-মান সকলি গেল ! ( সক্রন্দনে ) হায় । আমার কি হবে ? ইন—( কনস্টবলদেব প্রতি ) তোমরা কি অবস্থায় দেখেছে । প্র কন—এইভাবেই দেখেছি । ইন—লশ উণ্টাও । প্র কন—( ঐ রূপ করিয়া ) এই তো দাগ জখম দেখছি । ইন—কোথায় কোথায় দাগ জখম আছে দেখ । প্র কন—হুজুর, এই পিঠে পাছায় গালে দাগ দেখা যাচ্ছে । আর অধোদেশ ফুলো, আব থান থান রক্ত । আবু-হাষ হয় । আমার অদৃষ্টে এই ছিল ? ( কপালে আঘাত করিয়া ) হায়! খোদায় এই করে এই দেখালে । ইন—দুজন কুলি বোলাও ৷ ” প্র কন—ঐ দুই ব্যাটাকেই ডাকি। ইন—আচ্ছ। লে আও! ভাক্তার সাহেবকে লাশ পাঠাতে হবে । প্র কন—(দুই চাষাকে ধত করল) তোদের লাশ নে:জেলায় যেতে হবে।