পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ পেস্কা— ( জজের নিকট গিয়া ) হুজুর, জুরির সংখ্যা পূর্ণ হয় নাই একজন গর হাজির । ழ் জজ-ডেকে আনতে পার । পেস্কা— (দর্শকগণ মধ্যে একজনকে সংকেতে ডাকিল ) আপনি এদিকে আসুন। দশ– (নিকটে যাইয়া ) বলুন। পেস্কা—আপনি জুরি হতে পারেন ? জজ—আপনি কে আছে ? দর্শ–খোদাবন্দ–আমি—আমি ( যোড হাত ) না না খোদাবন্দ, কিছু কসুর নাই, আমি জলপান খাচ্ছি ( বস্তু হইতে চিড়ে-মুড়কী পতন ) জজ—এই, টোমার জুরি হতে হবে । দশ-দোহাই ধৰ্ম্মাবতার । আমার কোন কচুর নাই, আমি কিছু ঘাট করি নাই ; আমি কোষ্ট কিস্তে যাচ্ছি। পথে শুনলেম যে আবুমোল্লার বৌয়ের খুনি বিচার হচ্ছে । হুজুর ! তাই আমি দেখতে এয়েছি, ধৰ্ম্মাবতার । ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি আর কিছু জানিনে হুজুর ! দোহাই ধৰ্ম্ম— জজ—নেই, নেই হাম টুমকো জুরী করে গী, টোমারা ক্যা নাম ? ( গাত্রোথান পূর্বক শিশ দিয়া তুডি এবং ভঙ্গি করিয়া নৃত্য ) দর্শ– ( সক্রন্দনে ) হুজুব ! দেশের মালিক যা মনে করেন তাই করতে পারেন, কিন্তু আমি কিছুই জানি না । জজ– ( ব্যঙ্গ ভঙ্গীতে ) তোমার নাম ক্যা হায় ? দশ– (সরোদনে করযোডে ) আৰ্বজান বেপারী হুজুর। খোদাবন্দ– জজ—টোম ঐ চেয়ারমে বয়ঠে । আব—( বেগে পলায়নোদ্যত ) জজ-পাকড়ো—পাকড়ো। ( আরদtলী কর্তৃক ধৃত হইয়া চেয়ারে বসন ) আব-(চেয়ারের একপাশ্বে উপৰেশন করিয়া ) হুজুর ! আমি কিছুই জানি না, সকলকে জিজ্ঞাসা করুন, আমি কিছু জানি না। জজ—চুপরাও ! আব-এইবারই গেলুম ! (নিস্তব্ধ ) ( বিচার আরম্ভ ) -