পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জমীদার-দপণ ግ¢ পেস্কার—[ জজসাহেবের নিকট করযোড়ে ] হুজুর, ছাপাই সাক্ষী আরও দুজন আছে । জজ—লে আও পেস্কা—(অারদলীর প্রতি ) জিতু মোল্লা সাক্ষীকে ডাক । ( আদালত রীতিমত আরদালীর দ্বারা তিনবার ফোকরানো ) { ঢিলে পাজাম, সাদা চাপকান পর, মাথায় পাগড়ি, তসবি গলায়, হাতে যষ্টি, বৃদ্ধ জিতু মোল্লা প্রবেশ এবং হলফপাঠ ] জিতু—আমার নাম জিতু মোল্লা, বাপের ফেদু মোল্লা, বয়স ৬০৭০ বৎসর,

  • মোল্লাকি ব্যবসা । জজ—মোল্লাকি কি ? জিতু—কোরান প’ড়ে আমরা মুরিদকে শোনাই, দুটো আখেরের কথা কই যাতে দীন-দুনিয়ার ভালই হবে ! বিয়ে-সাদীর কলম পডাই । মানিকপীরের সিন্নি ফয়তা দেই, আর মুরগী জবাই করি, হুজুর এই সকল কাজ আমার— জজ—( গাত্ৰোখান করিয়া ) টুমি এ মকদ্দমার কি জানে ? জিতু—আমি আবুমোল্লার কুটুম । যেদিন এই মামলার বাত হয়েছে, আমি সেদিন আবুমোল্লার খলিফা ঘরে বসে সারারাতি আল্লা আল্লা ক’রে জেহীর করেছি, আমি রাত্রে ঘুম পাডি না । জজ—টুমি ঘুম পাড়ো না, তবে কি কর ? জিতু—সারারাত জেগে আল্লার কাছে রোন পিটন করি । ব্যাবি-নেই, ও বাত নই, টুম কুচ গোলমাল শোনা হয় ? পেস্কা—হাকিম জিজ্ঞেস করছেন সে বাত্রে তুমি কোন গোলমাল শুনেছিল ? জিতু—সে রাত্রে কোন গোলমাল হয় নাই, এসকল কেবল মিছে করে আবুমোল্লা

এদের বাদিয়েছে। ব্যারি—টুমি মক্কামে গেয়া ? জিতু-জোনাব ! গেছলাম । আমি চারবার আজ করেছি। ব্যারি-মোল্লার জরুকি করে মরেছে, টুমি তার কিছু জানে ? জিতু-জানবে না ক্যা ? আবুই মারতে মারতে একেবারে খুন করেছে। ব্যারি-আবু কেঁও মারা ? জিতু-ও নাছি কার সঙ্গে কথা কৈল ।