পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ク মীব মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ব্যারি—হায়ওয়ান আলী কেমন লোক আছে-- জিতু— তসবিতে কপাল চুলকাইয়া মাথা নাড়িয়া ) আহা, অমন লোক দুনিয়া জাহানে আব নাই ! বড় দিনদার, বড় দাঁত , মক্কায় যাটলার সময় তামাবে পঞ্চাশটি টাহা দেয । ব্যারি-হায়ওয়ান আলী নূরম্নেহারকে মাবিয়াছে ? জিতু—( দুই গালে হাত দিয়া ) তোবা তোব তোবা ! সে কি এমন কাজ করতে পারে । তা কহনো হবীব নয় ! বারি—আচ্ছা তুমি যাও । [ কলম ছু ইসা জিতুব প্রস্থান । [ নামাবলি গায়ে, কৌপিন এবং বহির্বাস পরিধান, সৰ্ব্বাঙ্গে তিলক ছাপা, হস্তে গলে তুলসীর মালা, কণ্ঠে কুড়াজালী, কক্ষে ঝু’ল, হরিনাম জপ করিতে কবিতে দ্বিতীয় সাক্ষী হবিদাসেব প্রবেশ এবং পূৰ্ব্বমত হলফ পাঠ । হবি—আমার নাম হরিদাস, পিতাল নাম ঠাকুৰদাস ; বয়েস ৪০1৫০ বৎসব । আমি বৈরাগী, ভিক্ষা করি । ব্যারি-আবুমোল্লাব স্ত্রীকে কে খুন ক’বেছে টুমি কিছু জানে ? হবি-( মালা টিপিতে টিপিতে ) রাধেরুঞ্চ রাধেরুষ । আমি কিছু জানি না । বারি—কিছু শুনিয়াছে ? হবি—শুনেছি হুজুর । ব্যারি—ক্যা শুনা হায় ? হরি-হরিবোল । হরিবোল! শুনেছি আবুমোল্লাষ্ট মেরে ফেলেছে । উঃ কি পাপিষ্ঠ ! হবিবোল হরিবোল ! ব্যারি–আবুমোল্লা কেমন লোক ? হকি—সে বড় ফরাববাজ, একদিন আমি— জজ—তুমি কি ? ফেরব কবিয়াছে ( উচ্চহাস্ত করিয। পূৰ্ব্ববং তুড়ি ও শিশ দিয়া নৃত্য এবং ইংৰেজী গান কবিয়া দর্শকদের প্রতি দৃষ্টি করতঃ হাস্যপূৰ্ব্বক উপবেশন ) * - তুমি—একদিন তুমি কি ? হরি—হুজুর! একদিন আমি, ভিক্ষে করতে ওদের বাড়িতে গেছিলুম। ফাকি