পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レベ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ প্রাণ পৰ্য্যস্ত গেল, তার প্রতিশোধ কিছুই হলো না । (ক্ষণক্লাল চিন্তা) যাক আমাদের আর সে কথায় কাজ নাই। আমাদের কথায় কেবা কান দেয় ? নটি—বলেন কি ? আমাদের এই কান্না কি কেউ শুনবে না । গরিবের প্রতি কি কেউ নজর করবেন না ? দানবেশে ক্ৰন্দন করিতে করিতে আবুমোল্লাব প্রবেশ ] নট—আবার কি হয়েছে ? উঃ কি ভয়ানক । আবু-আমার সৰ্ব্বনাশ তো হয়েইছে—হায়ওয়ান আলী মোকদম জিতে আমার বাড়ি ঘর ভেঙ্গে চুরে খানে ওয়ারাণ ক’রে ফেলেছে । আমার আর দাড়াবার লক্ষ নাই । (ক্ৰন্দন) হায় হায় । আমার ধন মান সকলি গেলো, বিষয় সম্পত্তি যা কিছু ছিল সকলি লুটে নিয়েছে। আময়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে—আমার অন্ন বস্ত্র কিছুই নাই । (ক্ৰন্দন) নট—কি নির্দয় ! কি নিষ্ঠুব !!! নট নটী-(উভয়েব দুঃখিত স্বরে সঙ্গীত ) রাগিণী ললিত—তাল আডাঠেকা । কবে পোহাইবে ভবে এই দুঃখ বিভাবরী। উপায় না হয় ভেবে নিয়ত ভাবনা করি । কবে দেব দিবাকর, বিকাশিয়ে সুখকর, নাশিবেন তম ঘোর, ঘোর অন্ধকার ছবি ? ওহে বিপদ বারণ, কর বিপদে তারণ, তম কর নিবারণ নিবেদন কবি :– তুমি দেব সৰ্ব্বময়, কাতরে করুণাময়, নাশ কর দীন ভয়, শ্ৰীপদ কমল ধরি । যবনিকা পতন ।