পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b>3 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ নয়ন-বাবু কৈ ? জগা—এই এলেন, বেশি দূরে নয়। আমি দেখেই খবর দিতে এসেছি । নয়ন—(শাডি ভাজ কবিতে কবিতে ) আসছে আস্তক, তুই বিছানাটা ভাল করে ঝেডে তামাক সেজে নিয়ে আয়। আর খবরদার । কাল রাত্রের কথা মুখে আনিসনে, তোর পেটে তো ছাই কিছুই হজম হয় না। তুই একপ্রকার পাগল কাপড় সম্মুখে বাখিয়া দুঃখিতভাবে উপবেশন ) যা বেটা যা, তামাক সেজে অান, ঐ কথা শোনা যাচ্ছে । কিঞ্চিৎ পরে বাধাকান্ত এবং মদনবাবুর প্রবেশ ) জগা-ও বাবা—আজি যে মেজেস্টার সাহেব সেজে এসেছে । ( ককা লইয়া প্রস্তান ) রাধা—বডবেী, প্রাতঃপ্রণাম । মুখে কথা নাই যে ? মাথা ধরেছে ? না পেটে ব্যথা উঠেছে ? এ কি ? কথাটা কি ? লক্ষণ ভাল নয়, যাত্রার ফল বুঝি ফলে যায়। ও মদনবাবু বড়দিনে, আপনাকে নিমন্ত্রণ কবেছি। বেশ বড়দিন কল্লেম । ষে গোল দেখতে পাচ্ছি এত শিগগির মেটবার নয়। আমাৰ কপাল ! আর তোমাব মাথা । দিন বুঝেই কল বিগড়েছে! দেখি । বউ, কথা কও । ও বউ, কথা কও — মদন—আর বউ কথা কও—মনে বাথ না পেলে কি শাশুড়ী আমার বউ হয়ে ঘাড় গুজে বসে আছেন ? রাধা—{ নিকটে যাইয়া ) কিসের ব্যথা ? কোথা ব্যথা ? ( নয়নতারার ঘোমটা টানিয়া ফেলিয় ) ও বউ ! কথা কওঁ, এক বছর যদি বাচি তবে তো অrবার বড়দিন পাব ? ( নয়নতার চক্ষু বুজিযা অভিমান ) কথা রাখ, চেয়ে দেখ, কেমন সাহেব সেজেছি । তোমার জামাই বড়দিন করে একেবারে গলে পডছেন, আমি গলি নাই ; কিন্তু টলেছি। মন্মোহন দাদা চলিয়েছেন, আর তোমার সন্ন্যাসী দাস পথে পড়ে ধুল খাচ্ছেন। ( চিবুক ধরিয়া ) তোমার এ কি ভাব ? নয়ন—( হাতে ঝাটকা মারিয়া ) গায়ে হাত দিও না । ভালয় ভালয় বলছি, আমাকে বিরক্ত করে না ।