পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? boፃ ভাই, কাপড়ের মায়াও ছাড়তে পারিনে, টাকাও হাতে নাই। হাতে না থাকলে কে কাকে দেয় ? রাধা—বড় লজ্জার কথা, তোমার হাতে টাকা নেই বলে আমার দেউলে নাম বের করো না । টাকার জন্যে তোমাকে কড়া কথা বলে গেছে ? নয়নের তারাকে কড়া কথা বলে গেছে ?--রাধাকাস্তবাবুর নয়নতারাকে কাপুড়ে বেটা কড়া কথা বলে গেছে ? এ দুঃখ রাখি কোথা ? ধিক আমার টাকায়, ধিক আমার মায়ায় ! শত ধিক আমাব চোঁদপুরুষে ! সে বেটার বাড়ি কোথা ? কোথাকার সে বেটা ? তুমি যে তার দোকান শুদ কিনতে পার, তা বোধ হয় সে বেটা জানে না ? ন ন ! তোমার কমি কিসে ? কাপডের দাম কত ? নয়ন—বেশি নয়, দশ টাকা । রাধা—ছি ছি! মরে যাই। গলায় কলসী বেধে উলুবনে ডুবে মরি। দশ টাকার কাপড়ের জন্যে মুখ ভারি । মদন দাদা ! এ কি আর গায়ে সয় ? ত বড তার বাপের যোগ্যতা। টাকার জন্যে কড়া কথা বলবে ? ( পকেট হইতে টাকা বাহির করিয়া দশ টাক] কাপড়ের দাম, আর পীচ টাকা বেটাকে বকশিশ দিও। ক্য। বাৎ হায় । এখন বড়দিন কবি । উচ্চেঃস্বরে ) ও বেটা বাদরমুখো?—বাবা জগন্নাথ ! জগ-– ( নেপথ্যে ) আজ্ঞা ! রাধা—ব্রাণ্ডি লাও । জগ!— (নেপথ্যে ) জল ? রাধা—জল খাবে তোর বাবা । শাল ব্রাণ্ডি লাও । ( ব্রাণ্ডি লইয়া জগার প্রবেশ ) মদন—আবার ব্রাণ্ডি । অন্য আর কিছু হোক। কেমন শ্বাশুড়ি ? নয়ন—শ্বাশুড়ির ব্রাপ্তি না হলো ( মাথা নাড়িয়া ) হবে না-হবে না । [ টাকা উঠাইয়। ] বড়দিন,-বড় রকমে হওয়া চাই । রাধা—মদনবাবু! আর কত বলব, সময় থাকতে শিখে নেও। যতন করে মনে রেখ। এ-সব কথা বড় কাজে লাগে । বাবা । রাশুির বাড়ি ব্রাণ্ডি না খেলে কোন কালে মজা হয় না । ওর শাস্ত্রেই আছে, রাগুির বাড়ি ব্রাত্তি, এয়ারের বাড়ি বিয়ার, শালার বাড়ি স্তাম্পিন, শিকারে সেরি, আর বোটে