পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. Եo- মীর মশারফ হোসেন রচনাসংগ্ৰহ পোর্ট, এই হোল মদ খাওয়ার ব্যবস্থা। বাচ আর মর,৮ মাতাল-উন্নতি সভার সভ্য, এখানে উপস্থিত থাকতে কখনই নিয়ম ভঙ্গ করতে পারবে ন! | মঙ্গন—তবে পালা আরম্ভ করি । রাধা—ও কথা মুখে এল না, ও রস পচে গেছে। মদ খাওয়ার একটি নূতন নাম বেরিয়েছে। ‘লেখাপড় করা।” মদন-বা-বা খাসা নাম বেরিয়েছে। তবে দিন লিখাপড করি।” রাধা—{ মন্ত্য দান ) লেখাপড় কর— কিন্তু ধেবডে না । মদন—তবে আগে আপনি । রাধা—ত পারি নে। মদন—তবে শাশুড়ী ? রাধা—বেী, নেও লেখাপড়া কর। নয়ন—না-না আমি লেখাপড়া করতে পাবব না । রাধা—ওরে বাপরে | তা কি হয়ে থাকে, না পার, ঢেরা সই কব । নয়ন—{ গ্লাস লইয়া এক সিপ পান এবং নয়নতারা-কর্তৃক সকলেরই মদ্যপান ) { সন্ন্যাসী দাসের প্রবেশ ] সন্ন্যা—[ টলিতে টলিতে ] এই তো এসেছি। চেনা পথে কি আর বাবা-সন্ন্যাসী দাস ? মদন-ওকে এখানে কে আনলে। বাবু! ও বেটা বদমাইশকে কসে দুই-চার ঘ চাবুক মেরে তাড়িয়ে দিন। শালা চোর পরের খেয়ে নিজে মাতলামি করবে, আর সকলকে ফাকি দেবে । আচ্ছা করে চাৰকে দিন । নয়ন—না না, অমন করতে নেই, এর পরে কি আর তাড়াতে আছে, লা মারতে আছে ? রাধী—সন্ন্যাসী দাস, এ কি ? খবর কি ? এখানে কেন ? সন্ন্যা—এই তো বাবা, সীমা আর বেশি দিন নাই। উঠেছি ভবের ধূলাখেলা মিটে গেছে । মদন-আপনি যত শীঘ্র যান, ততই দেশের মঙ্গল। গায়ে কাদা লেগেছে কেন ? পিরানটা ছিড়লে কি করে ? খুব মজার লোক দেখছি ।