পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর উপায় কি ? Եր: সন্ন্যা-ওরে ছোড়া ! মাছ ধবতে গেলেই গায়ে কাদা লাগে। হেস না, সীমা দেখ । { টলিয়া পড়িতে উষ্ঠত। । এই তো । মদন-দেখ, গায়ে অমনি পড় না। সন্ন্যা—আমি অমনি বদ্ধ মাতাল কিনা ? আমার ছশ জ্ঞান নেই কিনা ? ছোড়াদের পাকামু দেখে আর বরদাস্ত হয় না। রাস্তায় পড়ে ধূলাখেলা করেছি। এস একবার, এস বড়দিন —যীশুখ্রষ্টের জন্মদিন এস না—যীশু-জন্মের কোলাকোলি করি । সকল কোলাকোলির মজা নেওয়া চাই । বিজয় দশমীর কোলাকোলি, ঈদেব নমাজের পর কোলাকোলি, আজ যীশু-জন্মেক কোলাকোলি । মদন ! চট না, ফেটে চৌচির হয়ে না, এস, খ্ৰীষ্টানের মজীও দেখ । আজিকার কোলাকোলিতে কি মুখ পাও, তাও দেখ । [ মানবাবুকে জড়িয়ে ধরেন } মদন—তুই বেটা নিতান্তই চাষা । [ জোরে ছাড়াইয়া পদাঘাত ] সন্ন্যা—[চিত হইয়া পড়িয়া ) এ বাজি ভাল নয়, ফেব বাজি { উঠতেই মুখ ঘুসিয়া পতন ] নয়ন—সন্ন্যাসী দাস, এ কি ? মাতলামি কবরে রাস্তায় যাও । সন্ন্যা—বস্ িবাবা-— বাবা মল মদ খেয়ে খুঢ় এল ঘরে । ‘রোজে' নিয়ে রোজ রোজ কত মজা করে ॥ কত মদ খেতে পারে সন্ন্যাসী গোসাই । ম{সীমার কথা শুনে লাজে মরে যাই ॥ নয়ন—সন্ন্যাসী দাস ! এক গ্লাস খাবে ? সন্ন্য!--দেবেই ত । মাসী এতদিন পবে কি মনে পড়েছে ? বেটা বল কেটা তোর মাসী । মাসী মাসী বলে বেটা গলায় দিলি ফাসি । [ নয়নতারার হস্ত হইতে মদ্য লইয়া পান ] এ কি পাকা মাল যে ? কোথা পেলে বাবা ? মাসীমা ! কোথা পেলে ? খুব্ব থাটি আসল। ভেল ভেজাল জলের কারবার নাই । নষ্কার “এক্সা” । মঙ্গম—আমরা কি চাষা যে কাচা মাল খাই ।