পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 Հ মুত্র-রাক্ষস । কর।—মন্ত্ৰীমহাশয়, তপোবনে যাবেন এইরূপ শুনতে পাই। রাক্ষ —(আবেগ-সহকারে ) এ কথা সত্য বলে’ বোধ হয় না। QWቄ : – ধরণীর ইন্দ্র যিনি সেই নন্দরাজ শ্রেষ্ঠাসন হতে তারে নিষ্কাশিল যবে সেই অপমান বটু নারিল সহিতে । এবে, নিজ কৃত রাজা সেই মৌর্য্য হতে বল দেখি অপমান কেমনে সে সবে ? মল –লথ ভাগুরায়ণ চাণক্য তপোবনে গেলে কিম্বা প্রতিজ্ঞা রূঢ় হলে তাতে চন্দ্রগুপ্তের কি লাভ ? ভাগু –কুমার! এ তো সহজেই বোঝা যায়—যতক্ষণ চাণক্যহতভাগা চন্দ্রগুপ্ত হতে দুরে থাকবে ততক্ষণই চন্দ্রগুপ্তের লাভ । ততক্ষণই চন্দ্র গুপ্ত স্বাধীনভাবে কাজ করতে পারবে । শক –দেখুন অমাত্য ! এ ছাড়া আর কি হতে পারে? এ তো বেশ বোঝা যাচ্চে। দেখুন না কেন অমাতা— যে নৃপতি ইন্দুকুতি চড়ামণি বিভূষিত রাজগণ শিরে রাখেন চরণ নিজ, তিনি কি গা আজ্ঞাভঙ্গ সহিবেন ধীরে ? কৌটল্য কোপন বটে —দৈবাৎ করিয়া পূর্ণ—জানে সে গো প্রতিজ্ঞার ক্লেশ, প্রতিজ্ঞা ব্যাঘাত-ভয়ে প্রতিজ্ঞায় সেগো আর কভু নাহি করিবে প্রবেশ। স্বাক্ষ –লখা শকটদাস! সে কথা সত্য। আচ্ছ তুমি যাও— করভকের বিশ্রামের আয়োজন করে" দেওগে ।