సె8 মুদ্র-রাক্ষস মল - দেখুন অমাতা ! সচিব-বিভ্রাট বিভ্ৰাট বোলেই ধর্তব্য নয়। রাক্ষ —দেখুন কুমার ! অন্স র জদের পক্ষে সচিব-বিভ্রাট বিভ্রাট বলে গণ্য না হতে পারে—কিন্তু চন্দ্রগুপ্তের পক্ষে তা নয় । মল —দেখুন মহাশয়! আর যার পক্ষে যা হোক্, চন্দ্রগুপ্তের পক্ষে সেটা আদপেই বিভ্রাট নয়। রাক্ষ —কেন বলুন দিকি ? মল।–চাণক্যের দোষেই চন্দ্রগুপ্ত প্রজাদের বিরাগ-ভাজন হয়েছে । প্রজার প্রথমে চন্দ্রগুপ্তেরই অনুরক্ত ছিল । এখন সেই সব দোষ নিরাকৃত হলে আবার তারা চন্দ্রগুপ্তের প্রতি অনুরাগ প্রদর্শন করবে। রাক্ষ —তা নয় কুমার। দেখুন, দুই প্রকারের প্রজা দেখা যায় ! এক চন্দ্র গুপ্তের সহোখাস্ত্রী—আর এক নন্দবংশের অনুরক্ত লোক। চাণকোর দোষঈ চন্দ্রগুপ্তের সহোথায়ী প্রজাদের বিরাগের হেতু-নন্দবংশের অনুরক্ত প্রজাদের সে হেতু নয়। কৃত্যু চন্দ্রগুপ্ত পিতৃকুলগত সমস্ত নন্দকুলকে বধ করায় নন্দকুলের অনুরক্ত প্রজার চন্দ গুপ্তের বিদ্বেষী বটে—কিন্তু তাদের নিজের কেহ আশ্রয় না থাকায় তারু দায়ে পড়ে চন্দ্রগুপ্তের অনুগত হয়েছে। এখন সেই প্রজারা যদি মনে করে, আর কারও কর্তৃক শক্ৰ-হস্ত হতে উদ্ধারের সম্ভাবনা আছে, তাহলে তারা তখনই চন্দ্র গুপ্তকে ছেড়ে তারই পক্ষ আশ্রয় করবে। দেখুন আমরা যে কুমারের পক্ষ আশ্রয় করেছি—আমরাই তো তার দৃষ্টান্তস্থল। মল –আচ্ছা অমাত্য ! এখন ষে চন্দ্রগুপ্তকে আক্রমণ করবার অবসর হয়েছে আপনি বলচেন, সচিব-বিভ্রাটই কি তার একমাত্র কারণ—ন আরও অন্ত কারণ আছে ?
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।