পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক | సె& রাক্ষ ।—আরও অনেক কারণ আছে। কিন্তু এইটিই সৰ্ব্বপ্রধান। মল।—অমাতা, সৰ্ব্বপ্রধান কেন বলুন দিকি ? এখন কি চন্দ্র গুপ্ত অন্য মন্ত্রীর হস্তে রাজকাৰ্য্যভার এবং সেই সঙ্গে আপনাকে সমর্পণ করে স্বয়ং এর প্রতিবিধানে অসমর্থ ? রাক্ষ —ই, তিনি এপন অসমর্থ । মল।—তার কারণ কি ? রাক্ষ —তার পক্ষে স্বায়ন্ত তন্ত্রের রাজ্যশাসন অসম্ভব । রাত্মা চন্দ্রগুপ্ত, সচিবের অধীনে নিয়ত থেকে তার চক্ষু বিকল হয়ে গেছে—সে লোকব্যবহার নিজে কিছুই দেখতে পায় না, তবে স্বয়ং প্রতিবিধান করতে আর কিরূপে সমর্থ হবে ? যেহেতু – মন্ত্রী, রাজা—এই দুটি পায়ে ভর দিয়া। রাজ-লক্ষ্মী সোলু হয়ে থাকে দাড়াইয়া । স্ত্রী-স্বভাব-হেতু পরে সহিতে না পারি’ দেহ-ভার এক-পায়ে ভর দিয়া অন্যটিরে করে পরিহার ॥ অপিচ— স্তনপায়ী অতিশিশু স্তন-ছাড়া হয়ে যথা ক্ষণকাল না পারে থাকিতে। লোক-জ্ঞান-মূঢ় নৃপ সচিব-বিচ্ছিন্ন হয়ে মুহূৰ্ত্ত না পারে গো তিষ্ঠিতে ॥ মল –(স্বগত ) ভাগি আমি সচিবায়ত্ত নই ! ( প্রকাশুে ) দেখুন