পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র ও অলঙ্কার-সম্বলিত থলিয় ও মুদ্রা লইয়t সিদ্ধার্থকের প্রবেশ । সিদ্ধ ।--আশ্চর্য্য ! আশ্চৰ্য্য! দেশ-কাল-কুম্ভ হতে, বুদ্ধির সলিল-সেকে হইয়া সিঞ্চিত চাণক্যের নীতি-লতা, করিবে গো গুরুফল আজি প্রসবিত ॥ চাণক্যের প্রথম-লিখিত অমাত্য-রাক্ষসের মুদ্রাঙ্কিত পত্ৰখানি তো আমি সঙ্গে নিয়েছি, আর, তারই মুদ্রাঙ্কিত এই গহনার পেট্রর । আমি তো পাটুলীপুত্রে চলেছি—এখন তবে যাওয়া স্বাক্। একি ! ক্ষপণক আসচে যে ! এই অশুভ দর্শনটা স্বৰ্য্যদেবকে দর্শন করে” কাটিয়ে দি । ক্ষপণকের প্রবেশ । প্রণমি “অৰ্হৎ-পদে —সেই সব অসামান্ত মহা জ্ঞানী জন— অলৌকিক মার্গ ধরি’ এ লোকে করেন যারা সিদ্ধি অন্বেষণ } সিদ্ধা –প্ৰণাম পরিব্রাজক মহাশয় ।