পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । No ধান্তের প্রাচুর্য্য কত্ত্ব অপেক্ষ নাহিক রাখে কুশকের গুণে ॥ এখন তবে ঘরে গিয়ে গৃহিণীকে ডেকে আনি। আর, সমস্ত গৃহ-জনদের নিয়ে সঙ্গীত-কাৰ্য্য আরম্ভ করে দি । ( পরিক্রমণ পূর্বক অবলোকন করিয়া ) এই তো আমাদের গৃহ—এইবার তবে প্রবেশ করি। ( প্রবেশ ও অবলোকন করিয়া ) একি ! আজি আমাদের গৃহে যেন কি একটা মহোৎসব হচ্চে—বাড়ির লোকজন সবাই স্বস্ব-কৰ্ম্মে অত্যন্ত ব্যস্ত—ব্যাপারখানা কি ?—তাই বটে — বহি” আনে জল কেহ, ঘষিতেছে কেহ শিলে মুগন্ধী চন্দন, কেহ গাথে ফুলমালা বিচিত্র কুসুম দিয়া বিচিত্র বরণ, কেহবা পিষিছে দ্রব্য মুসল প্রহার করি আধার শিলাষ “হু হ’ করি মুহুমুহ হুঙ্কারিছে প্রত্যেক সে মুসলের ঘায় ॥ আচ্ছা, গৃহিণীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি । ( নেপথ্যাভি. মুখে অবলোকন করিয়া) ও গো মোর গুণবতি ! সংসারের স্থিতি-গতি, ত্রিবর্গ-লtfধকে । মম-গৃহ-নীতি-গুরু ! আছে কার্য, শীঘ্ৰ করি এসে এইদিকে ॥