3 a R যুদ্র-রাক্ষস । ক্ষপ -উপাসক ! তোমার ধৰ্ম্মলাভ হোক্ ! পস্তরণে সমুদ্র পীর হবে এইরূপ যেন তোমার মনের গতি দেখুচি। সিদ্ধা –পরিব্রাজক মশায়, আপনি তা জানলেন কি করে, 2 ক্ষপ।—এ আর জানতে কি –তোমার যে এই পথ—নৌকার কর্ণধারের মত ঐ পত্ৰখানিতেই স্বচিত হচ্চে। সিদ্ধা।—আপনি অবশু জানেন, আমি দেশান্তরে যাচ্চি। তl, বলুন দিকি পরিব্রাজক মশায়, আজকের দিনটা কেমন ? ক্ষপ –উপাসক ! আগে মাথা মুড়িয়ে তার পর নক্ষত্রের ফলাফল জিজ্ঞাসা করচ ? সিদ্ধা।—পরিব্রাজক মশায়! আপাতত যদি কিছু ফলাফল ঘটে” থাকে তো বলুন। যদি আমার অনুকূল হয় তবে অগ্রসর হব— নৈলে এখান থেকেই ফিরে যাব । o ক্ষপ –অমুকুলই হোক বা প্রতিকূলই হোক আপাতত তো মলয়কেতুর শিবিরে কোন উপাসকই মুদ্র-চিহ্ল না দেখিয়ে যেতে পারচে না । সিদ্ধ। —পরিব্রাজক মহাশয় । বলুন দিকি এর কারণ কি ? ক্ষপ –উপাসক ! শোনো, প্রথমে তো এই মলয়কেতুর শিবিরে লোকের অবারিত দ্বার ছিল—এখন কুসুমপুর নিকটবৰ্ত্তী হয়েছে, এখন মুদ্রা-চিন্তু ব্যতীত কাকেও প্রবেশ কিম্ব প্রস্থান । করতে অনুমতি দেওয়া হচ্চে না । তবে যদি ভাগুরায়ণের দেওয়া মুদ্রা-নিদর্শন তোমার কাছে থাকে, তবে বিশ্বস্ত মনে যাও, নতুবা গমনে ক্ষান্ত হয়ে নিশ্চিন্ত হয়ে এখানে থাকে। ত! না হলে, প্রহরীস্থানের অধ্যক্ষ তোমার হাত-পা-বেঁধে তোমাকে এখনি রাজবাড়িতে নিয়ে যাৰে ।
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।