Ye Ye মুদ্রা-রাক্ষস । ভাও —পরিত্রাজক মশায় ! আপনার স্বহৃদের উপর অত্যস্ত অভিমান হয়েছে দেখুছি। রাক্ষস আপনার কাছে কিসে, অপরাধী ? ক্ষপ।—উপাসক। রাক্ষস আমার প্রতি কোন অপরাধই করেন নি। আমি আমার নিজের কাছেই অপরাধী । ভাগু।–পরিব্রাজক মশায়! আপনি আমার কৌতুহল বৃদ্ধি করচেন। মল –(স্বগত) আমারও । ভাগু —মশায়, ব্যাপারটা কি আমি শুনতে ইচ্ছা করি। মল।—( স্বগত) আমিও । ক্ষপ ।—উপাসক ! সে কথা শুনে কি হবে ? ভাগু —পরিব্রাজক ! যদি গোপনীয় কথা হয় তবে থাক । ক্ষপ –গোপনীয় কথা নয়। ভাগু —তবে বলুন। ক্ষপ –উপাসক ! গোপনীয় নয় বটে কিন্তু একটা বড় নৃশংস ব্যাপার। তাই বলতে চাই নে। ভাণ্ড ।—পরিব্রাজক, আমিও তবে মুদ্রা-নিদর্শন দেব না । ক্ষপ –(স্বগত) ভাগুরায়ণ গুনতে প্রার্থী হয়েছে, ওকে বলা উচিত । ( প্রকাশ্যে ) কি করা যায়—নিরুপায় । আচ্ছ বলচি–শোনো তবে । ক্ষপ –হতভাগ্য আমি যখন প্রথমে পাটলীপুত্রে এসে বাস করলেম তখন রাক্ষসের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সেই সময়ে রাক্ষস গুঢ় বিষকন্যা প্রয়োগে মহারাজ পৰ্ব্বতেশ্বরকে বধ করে। মল –(সাশ্রলোচনে স্বগত) কি ? রাক্ষস পিতাকে বধ করেছে— চাণক্য নয় ?
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।