পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YY e মুদ্রা-রাক্ষস ভা গু । —( দেখিয়া ) বাপু ! একি একজন অtগন্ধক, না কারও আশ্রিত ব্যক্তি ? সিদ্ধা।—মশায়, আমি অমাত্য রাক্ষসের একজন পাশ্বচর ভূত্য । ভাগু। —আচ্ছা বাপু, মুদ্রা-নিদর্শন না নিয়ে কেন তবে শিবির হতে বেরুচ্চ ? সিদ্ধা —মশায়, কোন গুরুতর কার্য্যের অনুরোধে তাড়াতাড়ি যেতে হচে । ভাণ্ড ।—এত কি গুরুত্তর কার্য্য যে রাজ-শাসন লঙ্ঘন করে যাচ্চ ? মল।—সখা ভাগুরায়ণ ! পত্ৰখানা দিতে ৰল। সিদ্ধা।—( ভাগুরায়ণকে পত্র অর্পণ ) ভাগু —( সিদ্ধার্থকের হস্ত হতে পত্র লইয়া মুদ্র দর্শন ) কুমার ! এই পত্র, আর এই স্বাক্ষা সব নামাঙ্কিত এই মুদ্রা। মল।—মুদ্রাট নষ্ট না করে' প এ উদ্‌ঘাটন করে আমাকে দেখাও। ভাও – ( সেইরূপ করিয়া প্রদশন ) মল।—(গ্রহণ করিয়া পঠন ) “স্বস্তি ! কোন স্থান হইতে, কোন ব্যক্তি কোন ব্যক্তিবিশেষকে যথাস্তানে এই কথা অবগত করিতেছে । আমাদের বিপক্ষকে দুর করিয়া সত্যবান আপনি সত্যবাদিত প্রদর্শন করিয়াছেন। সম্প্রতি আমাদের যে সকল বান্ধবগণের সহিত আপনার প্রথম সন্ধির প্রস্তাব হইয়াছিল, পূৰ্ব্বপ্রতিশ্রুত সেই প্রতিজ্ঞ উৎসাহপূর্বক পালন করিয়া হে সত্যসন্ধ! আপনি তাদের প্রতি উৎপাদন করুন। পরে আপনকার প্রতি ইহাদের অনুরাগ সঞ্চার হইলে, স্বাশ্রয় বিনাশে ইহার উপকারীরই শরণাপন্ন হইবে । একটি কথা সত্যবান আপনি বিস্কৃত না হইলেও আপনাকে আবার স্মরণ করাইয়া দিতেছি ।