পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ মুদ্রা-রাক্ষল। মুদ্রাটিও অক্ষত রেখে, পেটকা উদঘাটন করে আমাকে দেখাও । ভাগু —( সেইরূপ করিয়া প্রদর্শন ) - মল।—( দেখিয়া ) এ কি ! এ যে সেই আভরণগুলি যা আমি নিজ অঙ্গ হতে খুলে রাক্ষসকে পাঠিয়েছিলেম। এখন স্পষ্ট বোঝা যাচ্চে, এই পত্র রাক্ষস চন্দ্রগুপ্তকেই লিখচে । ভাগু।–কুমার, এইবার সংশয় একেবারে দূর হবে । বাপু আবার প্রহার কর তো । রক্ষী।—যে আজ্ঞে মশায় । ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) প্রহার করতে করতে এই ব্যক্তি বললে, “স্বয়ং কুমারের নিকট জামি নিবেদন করব ।” মল ।—নিয়ে এসে । রক্ষী।—যে আজ্ঞে কুমার। ( প্রস্থান করিয়া সিদ্ধার্থককে লইয়া প্রবেশ ) সিদ্ধ। —(পদতলে পড়িয়া ) যদি অভয় দেন তো সমস্ত কুমারের নিকট বলি । মল।—বাপু ! তুমি পরাধীন ব্যক্তি—তোমার দোষ কি—আমি অভয় দিচ্চি—তুমি যা জানো সমস্ত অসঙ্কোচে বল । সিদ্ধা —শুমুন কুমার ! অমাত্য রাক্ষস এই পত্র নিয়ে চন্দ্রগুপ্তের নিকট আমাকে যেতে বলেছেন। মল।—বাপু ! এখন, বাচিক কি বলবার আছে তাও শুনতে চাই। সিদ্ধা।--কুমার !—অমাত্য রাক্ষস আমাকে এইরূপ বলতে আদেশ করেছেন :–কুলুতার রাজা চিত্ৰবৰ্ম্ম, মলয়-দেশের রাজ সিংহনাদ, কাশ্মীর দেশের রাজা পুন্ধরাক্ষ, সিন্ধুরাজ সিন্ধুসেন, জার