পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंक्ष्म आक्र । SY & রক্ষীর প্রবেশ । রক্ষী।–আজ্ঞে ! রাক্ষ —শকটদাসকে বল, কুমার আমাকে পরিধানের জন্ত ষে আভরণ দিয়েছিলেন, সেগুলি না পরে কুমারের সহিত সাক্ষাৎ করাটা উচিত হয় না—অতএব যে তিনটি অলঙ্কার ক্রয় করা হয়েছিল তার মধ্য হতে একটি যেন তিনি আমাকে পাঠিয়ে দেন । রক্ষী ।—যে আজ্ঞা অমাত্য । ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) অমাত্য, এই সেই অলঙ্কার। ,” রাক্ষ —(অবলোকন করিয়া এবং আপনাকে অলঙ্কৃত করিয়া উত্থানু) বাপু, রাজবাড়ির পথ দেখিয়ে আমাকে নিয়ে চল। প্রতী —এই দিক দিয়ে অমাত্য এই দিক দিয়ে। রাক্ষ –(স্বগত) উচ্চ পুদ নির্দোষ পুরুষের পক্ষেও ভরের বিষয় । কেন না :– প্রথমে তো সেব্য হতে সেবকের ভয়ের উদয়, পরে প্রভু-পার্শ্বচর—তা হতেও মনে-মনে ভয়। উচ্চ পদ ভূত্য-জনে সতত করয়ে দ্বেষ দুরজন-কুল, মহোচ্চ-পদস্থ ভূত্য পতনের ভয়ে তাই সদা চিন্তাকুল ৷ প্রতী —(পরিক্রমণ করিয়া) অমাত্য ! এইখানে কুমার আছেন— এই দিকে আসতে আজ্ঞা হোক্ । রাক্ষ —( দেখিয়া ) এই যে কুমার। • পাদাগ্রে স্থাপন করি নিশ্চল সে শূন্ত দৃষ্টি -बांडूि यांद्दश् विषब्र-6श्१