$9 মুদ্র-রাক্ষস । স্বদুৰ্বছ গুরুত্তর কার্য্য-ভারে নত মুখ । হস্তোপরি করেন বহন ৷ (নিকটে অগ্রসর হইয়া) জয় হোক কুমারের জয় হোক । মল –প্ৰণাম মহাশয়! এই আসনে বস্তে আজ্ঞা হোক । রাক্ষ –( উপবেশন ) মল।—অমাতা, আমি অনেকক্ষণ আপনাকে না দেখতে পেয়ে উদ্বিগ্ন আছি। রাক্ষ —যাত্রার উদ্যোগে ব্যস্ত থাকায় কুমারের এই তিরস্কার আমার শুনতে হল। মল।—যাত্রার কিরূপ ব্যবস্থা করা হয়েছে শুনতে ইচ্ছা করি। রাক্ষ –কুমারের অনুগত রাজাদের এইরূপ আদেশ করা গেছে, (“সৰ্ব্বাগ্রে আমার পিছে” ইত্যাদি পঠন । ) মল।—(স্বগত ) এতে জানা যাচ্চে, মামার বিনাশের জন্য যারা চন্দ্রগুপ্তের আরাধন করচে, তারাই আমাকে ঘিরে থাকবে। দেখুন মহাশয়, এমন কোন ব্যক্তি কি আছে যে কুসুমপুরে এখন যাতায়াত করচে ? রাক্ষ —এখন আর সেখানে যাতায়াতের প্রয়োজন নাই—সে প্রয়োজনের অবসান হয়েছে। মল –(স্বগত) বোঝা গেল। ( প্রকাস্তে ) তা যদি হয়, তবে কেন আপনি পত্র লিখে কুসুমপুরে লোক পাঠাচ্চেন ? স্বাক্ষ।-( দেখিয়া) এ কি ! সিদ্ধার্থক যে —বাপু ব্যাপারখানা কি ? সিদ্ধা –(সাশ্রলোচনে লজ্জিত ভাবে ) অমাত্য! আমার উপর রাগ
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।