মুদ্রা-রাক্ষস । "לב כי কোন কারণে সস্তুষ্ট হয়ে পারিতোষিক-স্বরূপ আমি এটি সিদ্ধার্থককে দিই । - ভাগু।--দেখুন অমাতা, যে আভরণ কুমার নিজ গাত্র হতে খুলে আপনাকে দিয়েছিলেন, তা কি পরিত্যাগের যোগ্য ? মল। -আবার আপনি লিখেছেন—“আমার পরম আত্মীয় সিদ্ধার্থ কের প্রমুখাৎ বাচিক অবগত হবেন।” রাক্ষ। -বাচিক কথা কে বলে পাঠাচ্চে ?—এ লেখাই বা কার ?— এ পত্র তো আমি দিই নি । মল –এ তবে কার মুদ্রা ? রাক্ষ —কুমার, ধূর্তের জাল-মুদ্রাও তৈরি করতে পারে । ভাগু -–কুমার, অমাত্য ঠিক বলচেন। বাপু সিদ্ধার্থক ! এ পত্র কার লেখা ? সিদ্ধ। —(রাক্ষসের মুখের দিকে তাকাইয়া অধোমুখে অবস্থান ) ভাগু —মিথ্যা কেন আবার মার খেয়ে মরবে—বলে’ ফ্যালো । সিদ্ধা।—মহাশয়! শকটদাসের লেখা । রাক্ষ। —কুমার ! শকটদাস যদি লিখে থাকে তবে সে আমারই লেখা বলতে হবে । মল।—বিজয়া ! শকটদাসকে ডাকো । প্রতী —যে আজ্ঞা কুমার। ভাগু –(স্বগত) চাণক্য-ঠাকুরের চরেরা এমন কোন কথা বলে না যার অর্থ অনিশ্চিত । শকটদাস এসে যদি এই পত্র চিনতে পারে, তা হলে পূৰ্ব্ব-কথা সমস্ত প্রকাশ করে দেবে। কেন না, আমিই তাকে দিয়ে এই পত্র লিখিয়েছিলেম। তা হলে মলয়কেতু সন্দিহান হয়ে এই অভিযোগের বিষয়ে আর ততটা
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।