পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*{इं★ जड़ । ১২১ পরে চন্দ্র গুপ্তের হস্তগত হয়, সেগুলি ভুমি বণিকদের নিকট ক্রয় করেছ—এ কথা সঙ্গত বলে’ মনে হয় না । অথবা তা হতেও পারে । কুটিল কৃতঘ্ন তুমি, অধিক লাভের আশা মনে মনে সঙ্গোপনে করিয়া পোষণ, চন্দ্র গুপ্ত হতে ক্রয়, করেছ এ অলঙ্কার মূল্য-রূপে আমাদের করি’ নিৰ্দ্ধারণ ॥ রাক্ষ।—(স্বগত) ও ! কি পাকা চালই চেলেচে । “এ পত্র আমার নহে”—কেমনে এ উত্তর দি মুদ্রাঙ্কটি যখন আমার। “শকট সৌহার্দস্বত্র করিয়াছে ছিন্ন"-এই প্রত্যয় বা হইবে কাহার ? “চন্দ্রগুপ্ত নরপতি, ভূষণ বিক্রয় করে” –এও বা কি হয় গো সস্তব ? ইতর-উত্তর চেয়ে, দোষের স্বীকার ভাল এই স্থলে হইয়া নীরব ৷ মল।—এখন আমি আৰ্য্যকে এই কথা জিজ্ঞাসা করি— রাক্ষ —ষে আৰ্য্য তাকেই জিজ্ঞাসা করুন, আমি তো এখন অসার্ধ্য হয়ে পড়েছি । مـسـ ( أ Iة চন্দ্রগুপ্ত প্ৰভু পুত্র, আমি তব মিত্র-পুত্র অনুগত সেবা-পরায়ণ । মৌর্য্য অর্থদাতা তব, তুমি বুদ্ধিদাতা মোর, --করি তব মতামুসরণ ।

) le