ుశి0 মুত্র-রাক্ষস । মল।—( সক্রোধে ) রাক্ষস !—রাক্ষস !—শোনে।—আমি বিশ্বাসঘাতক বাক্ষস নই, আমি মলয়কেতু ; যাও, সৰ্ব্বাস্তঃকরণে চজগুপ্তের আশ্রয় গ্রহণ করগে । এসেছ রাক্ষস তুমি চাণক্য মৌর্য্যের সনে হইয়া মিলিত –এ ত্রিবর্গ দুর্ণাতিরে অক্লেশে করিতে পারি আমি উন্মলিত ॥ ভাগু।–কুমার, আর কাল হরণ করে কি হবে ? কুসুমপুর অব রোধ করতে এখনি আমাদের সৈন্তগণ যাত্রা করুক। স্বগন্ধী লোঞ্জের চুর্ণে স্বরঞ্জিত হয় যেই ধবল কপোল-দেশ গৌড়-নারীদের —ধূষর করিয়া তাহ, মলিন করিয়া তুলি” সুনীল ভ্রমর-কাস্তি কুঞ্চিত কেশের —গজ-মদ-জল-সিক্ত দলিত ভূতল হতে ধূলারাশি-অশ্ব-খুর-পুট-সমুখিত— ছাইয়া গগনতল, আচ্ছন্ন করিয়া পুরী শক্রর মস্তকে গিয়া হউক পতিত ॥ (পরিজন-সমভিব্যাহারে মলয়কেতুর প্রস্থান ) রাক্ষ।—(মনের আবেগে ) হা ধিক্ ! কি কষ্ট ! চিত্ৰবৰ্ম্মাদি সেই নির্দোষ ব্যক্তিদেরও প্রাণদও হল ? তবে কি রাক্ষস, রিপুবিনাশের চেষ্টা না করে এত দিন ধরে শুধু স্বহনোশেরই চেষ্টা করলে ? হায়! আমি কি হতভাগ্য ! এখন কি করি ? ৰাব কি গো তপোবনে ? —ন হইবে তপে শান্ত বৈর-পূর্ণ মন
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।