ՖՀԵ মুদ্রা-বাক্ষল । বলগুপ্ত, রাজসেন, ভাগুরায়ণ, রোহিতাক্ষ; বিজয়বর্গ প্রভৃতি প্রধানগণ মলয়কেতুকে ধৃত করে কারাবদ্ধ করলেন। সমি।—লোকে বলে, ভদ্রভট্ট প্রভৃতি এরা চন্দ্রগুপ্তের বিদ্বেষী হয়ে মলয়কেতুর আশ্রয় গ্রহণ করেছিল। কি করে তবে এখন কু-কবির নাটকের মত উপক্রমে একরূপ হয়ে উপসংহারে অন্য রূপ হল ? সিদ্ধ। —সখা, শোনো তবে, আমার এই চাণক্য-ঠাকুরের নীতি দৈবগতিরই ন্যায় অশ্রুত-গতি । সমি – সখা । তার পর—তার পর ? সিদ্ধা —তার পর চাণক্য-ঠাকুর এই নগর হতে বেরিয়ে, সংগ্রামের উৎকৃষ্ট উপকরণ-সকল সঙ্গে নিয়ে, রাজ-শূন্য অসংখ্য রাজসৈন্য হস্তগত করলেন । সমি।—সখা, এ ঘটনা কোথায় হল ? সিদ্ধা ।-- যেখানে — অতি-মদ-দৰ্প-ভরে, শত শত মহাকায় প্রমত্ত বারণ করিছে বুংহিত-ধ্বনি, সজল জলদ শোভা করিয়া ধারণ । কশার প্রহার-ভয়ে, যুদ্ধসাজে সুসজ্জিত তুরঙ্গ অযুত হইয়া কম্পিত তনু, রণভূমে প্রাণপণে ছুটিতেছে দ্রুত ॥ সমি।–আচ্ছা, ও সব কথা থাক । ভাল, তোমাকে জিজ্ঞাসা করি,
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।