পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ মুদ্র-রাক্ষস । অহো ! সেই স্লেচ্ছ মলয়কেতুর কোন বিবেচনা নাই। কেননা :– মৃত হইলেও প্রভু, যে করে প্রভুর সেবা করি প্রাণ পণ, অক্ষত-শরীরে সে কি, প্রভু-বৈরী সনে করে মিত্রতা-বন্ধন ? বিবেক-বিমূঢ় স্লেচ্ছ, না করিল বিবেচনা ইহা কোন মতে, দৈব-উপহত-বুদ্ধি পূৰ্ব্ব হইতেই যায় o বিপরীত পথে ॥ যদিও এখন আমি শক্রর হস্তগত, তবু চন্দ্রগুপ্তের সঙ্গে কখনই সন্ধি করব না--তা অপেক্ষা বনবাসী হওয়াও শ্রেয়। আমি প্রতিজ্ঞা পালন করতে পারলেম না—এই অপযশ বরং ভাল, তবু শক্রর বাক্য-গঞ্জনা কখনই সহ্য করতে "পারব না । ( চারিদিকে অবলোকন করিয়া সাশ্রলোচনে) এই সেই নগরের উপকণ্ঠ-ভূমি যেখানে মহারাজ পদচারণা করতেন—তায় চরণ-স্পর্শে উদ্যানটি যেন এখনও পবিত্র হয়ে আছে। , এই থানেই – ক্রতগামী অশ্বপৃষ্ঠে, বলগা শিথিল করি’, ধমুছিলা করি আকর্ষণ, ইতস্তত মহারাজ, করিতেন ধন্থ হতে চল-লক্ষ্যে বাণ বিমোচন। এই সে উদ্যান-মাঝে, রাজাদের সনে তার হইত আলাপ |