পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अक्र । ১৩৩১ সেই কৃপগণ-বিনা, পুষ্প-পুর-ভূমি এৰে করে গো বিলাপ ॥ হতভাগ্য আমি এখন কোথায় যাই ? ( দেখিয়া ) আচ্ছ, ঐ যে জীর্ণ উদ্যানটি দেখা যাচে ঐ উদ্যানে প্রবেশ করে” কারও কাছ থেকে চন্দনদাসের সংবাদটা জানা যাক্ । ( পরিক্রমণ করিয়া স্বগত) কি আশ্চর্যা ! মানুষের কখন কি অবস্থ হয় পূৰ্ব্ব হতে কিছুই জানা যায় না। কিছুকাল পূৰ্ব্বে যবে, বেষ্টিত হইয়া আমি নরপতিগণে রাজাধিরাজের মত, হতেম পুরীর বার— উদ্যান-ভ্রমণে, তখন গো পৌরজন, নবোদিত ইন্দু-সম করিতু গো অঙ্গুলী-নিৰ্দেশ, এখন সেই সে আমি, জীৰ্ণোদ্যানে চৌরসম ভয়ে দ্রুত করিছি প্রবেশ। কিন্তু এ তো হবারই কথা—যার প্রসাদে আমার সেই অবস্থা ঘটেছিল তিনি যে এখন নাই ।” ( প্রবেশ ও অবলোকন করিয়া ) অহে ! এই জীর্ণ উদ্যানের এখন আর কোন সৌন্দর্য্য নেই। এখন এখানে :– ভাঙে যথা নদীকুল—মহা-অট্টালিকা সব গিয়াছে পড়িয়া, পরিগুস্ক সরোবর—সুহৃদের নাশে যথা गांधू-छन श्ब्रिां ।