পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SW38 মুদ্র-রাক্ষস । ফলহীন বৃক্ষসব—প্রতিকূল দৈব-বশে - কৌশল যেমতি, তৃণেতে আচ্ছন্ন ভূমি—কুনীতি-চালিত যথা অঞ্জ-জন-মতি ॥ অপিচ এখানে :– তীক্ষ পরশুর ঘায়ে, তরু-শাখা-অঙ্গমাঝে হইয়াছে ক্ষত, তাহাতে কপোত বসি, অস্ফুট ক্ৰন্দন-স্বরে কুজে অবিরত । বন্ধুর ব্যথায় বার্থী, নিঃশ্বাস করিয়া ত্যাগ ষেন ফণিগণ ত্যজিয়া নির্মোক নিজ, বস্ত্র-খণ্ডে ক্ষতস্থান করে মাচ্ছাদন ৷ . আহ ! এই সব নিরীহ তরুগণঃ অস্তঃশরীর-শুষ্ক, কীট-ক্ষতি-শোক হৃদে করিছে বহন । ছায়ার বিরহে স্নান, বিপদের গুরুভারে চিন্তায় মগন —বৈরাগ্য-উদয়ে যেন, শ্মশান-প্রদেশে তারা কৱিৰে গমন ॥ আমার হ:সময়ের উপযুক্ত আসন—এই ভগ্নাগ্র শিলাতলে একটু বলা যাক। (উপবেশন করিয়া শ্রবণ) এ কি ! শম্ব ও ঢাকের বাদ্যের সঙ্গে নাৰী-ধ্বনি শোনা যাচ্চে না ?-ই তাই তো ।