शठे च्भक । ১৩৭ বেশ হয়েছে। • যার সঙ্গে এতটা নিকট-সম্বন্ধ, সে অবশুই চনানদাসের বৃত্তান্তও বলতে পারবে । ব্যক্তি – সাশ্রলোচনে ) সম্প্রতি তিনি দীন-দরিদ্রদের ধনাদি বিতরণ করে” অগ্নি প্রবেশ করবেন মনে করে’ নগর হতে বেরিয়েছেন । আমার যাতে সেই প্রিয়-সখীর অশ্রোতব্য’কথা শুনতে না হয়, তাই আমিও উদ্বন্ধনে প্রাণত্যাগ করব বলে’ এই জীর্ণ উদ্যানে এসেছি । রাক্ষ –আচ্ছা বাপু—তোমার সুহৃদের অগ্নি-প্রবেশের হেতু কি ? ঔষধের অতীত, দুরারোগ্য কোন মহা ব্যাধির দ্বারা আক্রান্ত হয়েছেন কি ? ব্যক্তি –না মশায়, তা নয়, তা নয় । রাক্ষ —অগ্নিতুল্য বিষন্তুল্য রাজ-ক্রোধে তাড়িত হয়ে কি এ কাজ করচেন ? ব্যক্তি।—মহাশয়—লা না •না—ও পাপ কথা মুখে আনবেন না— এ রাজ্যে চন্দ্রগুপ্তের নিষ্ঠুর ব্যবহার নাই । রাক্ষ –তোমার বন্ধু কি কোন দুর্লভ পর-নারীতে আসক্ত ? . ব্যক্তি –(কর্ণ ঢাকিয় ) শিব শিব !—তা নয় মশায় । নীতিপরায়ণ বণিকজনের এ দোষ কখনই নাই—বিশেষতঃ জিষ্ণু দাসের । রাক্ষ।—আপনি যেমন মুহৃদের নাশে উদ্বন্ধনে প্রবৃত্ত হয়েছেন, তিনিও কি তেমনি নিজ মুখদের বিনাশে অগ্নি-প্রবেশে প্রবৃত্ত হয়েছেন ? ব্যক্তি ।-ই, তাই বটে। স্বাক্ষ।-( আবেগ-ভরে স্বগত) চন্দনদাসের তিনি প্রিয় স্থস্থা— r ծԵր
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।