পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब# जश्न । ১৩৯ প্রিয়মূহদ চন্ধুনদাসকে আপনি মুক্ত করুন”–এই কথা বলেন । স্বাক্ষ –(স্বগত) সাধু জিষ্ণুদাস সাধু ! আহা ! তুমিই যথার্থ মিত্র-স্নেহের পরিচয় দিয়েছ। যে ধনের তরে দেখ, পিতা পুত্ৰগণে, আর পুত্রেরা পিতায়, মুহৃদ মুহৃদ-জনে, প্রতারণা করি ত্যজে স্নেহ-মমতায় --সেই প্রিয় ধন তুমি বন্ধুর বিপদে সদ্য ত্যজিতে প্রবৃত্ত বণিকের মায়া ছাড়ি ; সার্থক তোমার অর্থ, ধন্ত তব চিত্ত ॥ প্রেকাশ্যে) আচ্ছ যুগু, তার সেই কথায় চন্দ্রগুপ্ত কি বল্লেন ? ব্যক্তি —মশায়, তার পর চন্দ্রগুপ্ত উত্তর করলেন “দেখ শ্রেষ্ঠী জিষ্ণুদাস, আমি অর্থের নিমিত্ত চন্দনদাসকে কারারুদ্ধ করি নি ; ইনি অমাত্য রাক্ষসের গৃহ-জনকে নিজ গৃহে লুকিয়ে রেখেছেন, অনেক অনুরোধ-সত্তেও আমাদের হাতে সমর্পণ করেন নি, তাই ওঁকে কারারুদ্ধ করেছি। এখন যদি তাদের সমর্পণ করেন, তা হলে এখনি তার মুক্তি হয়। অন্যথা, তার প্রাণদণ্ডের আদেশ দিতে আমরা বাধ্য হব।” অন্য লোকেও ষাতে তার দৃষ্টাস্তে এরূপ কাজ না করে, তাই তাকে বধা-স্থানে